নিডো হোম ফিনান্সের নন-কনর্ভারটিবল ডেবেঞ্চার বাজার থেকে ১৫০ কোটি টাকা তুলবে বলে জানিয়েছে। একাধিক সুদ পাওয়ার বিকল্প দিচ্ছে কর্তৃপক্ষ। কয়েকটি জরুরি তথ্য:
১. ইস্য়ু বন্ধ হবে: জুন ৩০, ২০২৫
২. বেস ইস্য়ু: ৭৫ কোটি। সঙ্গে সম পরিমাণ গ্রিন শু অপশন।
৩. রেটিং: Crisil A+/stable
৪. রিটেল ইনভেস্টরদের জন্য ৪০% অ্যালোকেশন বরাদ্দ হয়েছে। এর মধ্য়ে হাই নেট ওয়ার্থ ইনভেস্টর (HNI) পড়বেন।
চার্ট
বিঃদ্রঃ-
(১) কিউমুলেটিভ অপশনে “ইল্ড”।
(২) বিশদ জানতে সংস্থা বা অনুমোদিত ব্রোকারদের সঙ্গে যোগাযোগ করুন।
(৩) কোম্পানির ব্যবসা সম্বন্ধে জেনে নিতে সব মহলই পরামর্শ দিচ্ছেন।
ইনভেস্টরদের যা বিশেষভাবে জেনে নেওয়া উচিত :
ক. ইস্য়ুটির ফেস ভ্যালু ১০০০টাকা, ডেবেঞ্চার প্রতি
খ. নূন্য়তম অ্যাপ্লিকেশন : ১০,০০০ টাকা অর্থাৎ ১০টি NCD
গ. রেজিস্ট্রার : কেফিন টেকনোলজিস
ঘ. ডেবেঞ্চারগুলো বম্বে স্টক এক্সচেঞ্জ লিস্টেড হবে। কেবলমাত্র ডিম্যাট মাধ্যমে ইস্য়ু হবে।
সঞ্চয়-এর সংযোজন –
প্রতিবারের মতোই NCD বা এই জাতীয় ফিক্সড ইনকাম প্রকল্পে বিনিয়োগ করার আগে ভালো করে প্রোমোটারদের ব্যাপারে জেনে নেবেন। সঙ্গে ক্রেডিট রেটিংয়ের উপরেও চোখ রাখতে হবে। ইনভেস্টরদের অবশ্যই উচ্চ হারে সুদ পেলে সুবিধা হয়। তবে তা পাওয়ার জন্য সব ধরনের প্রকল্পে লগ্নি করা থেকে বিরত থাকার পরামর্শ দেন উপদেষ্টারা। বিগত বছরগুলোতে একাধিক নামী সংস্থার ক্রেডিট রেটিংয়ের পরিবর্তন এসেছে, প্রতিবার তবে ফলাফল ভালোই হয়েছে বলা যাবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.