Advertisement
Advertisement
Digha Jagannath Dham

জগন্নাথদেবকে আম-পোশাক অর্পণ মমতার, রথযাত্রা ঘিরে কড়া নিরাপত্তা দিঘায়

জগন্নাথ মন্দিরের ভিতর ১টি অস্থায়ী স্বাস্থ্য শিবির ও ৬টি স্বাস্থ্য শিবির খোলা হচ্ছে।

১০

আগামীকাল শুক্রবার রথযাত্রা। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথম রথযাত্রা। যা নিয়ে তুঙ্গে উৎসাহ উদ্দীপনা। সবকিছু খতিয়ে দেখতে বুধবারই দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার দিঘার মন্দিরে যান তিনি।

১০

বৃহস্পতিবার দিঘার রথযাত্রার নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটির সঙ্গে প্রস্তুতি বৈঠক সারেন মমতা। মন্দিরের ৭ নম্বর গেট দিয়ে বেরিয়ে ৩ নম্বর গেট পর্যন্ত পায়ে হেঁটে যান তিনি। সেখানেই একাধিক মন্ত্রী ও হিডকোর ভাইস চেয়ারম্যানের সঙ্গে ফিতে ধরে রাস্তার সঙ্গে রথের মাপ খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।

১০

সবকিছু খতিয়ে দেখার পাশাপাশি জগন্নাথ ধামে জগন্নাথ-বলরাম-সুভদ্রার জন্য আম, পেয়ারা ও পোশাক নিয়ে যান মুখ্যমন্ত্রী। দিঘার জগন্নাথ মন্দিরের সেবায়তদের হাতে ফল ও পোশাকের ডালি তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১০

পোশাক ও ফল দেওয়ার পাশাপাশি রথ বানানো কত দূর তাও খতিয়ে দেখেন তিনি। উল্লেখ্য, রথে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

১০

ওল্ড দিঘায় জগন্নাথ দেবের পুরনো মন্দিরের এলাকাও ঘুরে দেখেন মমতা।

১০

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রথযাত্রার দিন ভক্তরা ঢুকতে পারবেন জগন্নাথ মন্দিরে। পাথরের বিগ্রহ মন্দিরেই থাকবে। রথে থাকবে নিমকাঠের বিগ্রহ। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দিঘার জগন্নাথ মন্দিরে শুরু হবে পুজোপাঠ। দুপুর দুটো থেকে আড়াইটের মধ্যে হবে আরতি। দুপুর আড়াইটে নাগাদ রথের রশিতে পড়বে টান।

১০

জগন্নাথের রথযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সৌকত নগরী। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৩ হাজারের বেশি পুলিশ ও আধিকারিক। ড্রোন ও সিসিটিভি ক্যামেরার নজরদারি থাকবে গোটা এলাকায়। মহিলা পুলিশ ও সাদা পোশাকের পুলিশকর্মীরা নজরদারি চালাবেন।

১০

রথের দিন দিঘা স্টেট জেনারেল হাসপাতালকে প্রস্তুত রাখা হচ্ছে। জগন্নাথ মন্দিরের ভিতর ১টি অস্থায়ী স্বাস্থ্য শিবির ও ৬টি স্বাস্থ্য শিবির খোলা হচ্ছে। ২টি মোবাইল হেলথ ইউনিট ও ২০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্সও প্রস্তুত রাখা হচ্ছে। হেলিপ্যাডে একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং একটি হেলিকপ্টার রাখা হয়েছে।

১০

আজ, বৃহস্পতিবার দিঘার জগন্নাথ মন্দিরে আসা সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারেন মুখ্যমন্ত্রী। এক বৃদ্ধ দম্পতি মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুশি।

১০ ১০

ফুল দিয়ে সাজানো হচ্ছে মন্দির চত্বর। গেঁদা, ও বিভিন্ন বাহারি ফুলে সেজে উঠছে দিঘার জগন্নাথ মন্দির।