Advertisement
Advertisement
Esha Gupta-Hardik Pandya

হার্দিকের সঙ্গে সত্যি প্রেম করছেন এষা? মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘদিন ধরে শোনা গিয়েছে দু'জনের প্রেমের গুঞ্জন।

বি-টাউনে প্রেম প্রেম গন্ধ। দীর্ঘদিনের গুঞ্জন নাকি প্রেমের জোয়ারে ভাসছেন হার্দিক ও এষা। তা নিয়ে ফিসফিসানির শেষ নেই। যদিও গুঞ্জন নিয়ে মুখ খোলেননি দু'জনের কেউ।

এবার মুখ খুললেন অভিনেত্রী এষা। সম্প্রতি 'রাজ ৩' অভিনেত্রী সিদ্ধার্থ কান্নানের টক শো-তে এই বিষয়ে মুখ খোলেন।

অভিনেত্রী বলেন, "আমরা মাসদুয়েক কথা বলেছি নিয়মিত। কিন্তু সেটা ঠিক ডেটিং নয়। প্রেম হতেও পারে, আবার না - এরকম একটা অবস্থায় ছিলাম। তবে ডেটিংয়ের পর্যায়ে পৌঁছনোর আগেই সব শেষ।"

তাহলে কি একবারও একান্তে সাক্ষাৎ হয়নি দু'জনের? এষার দাবি, "দু'মাসে হয়তো দু-একবার সাক্ষাৎ হয়েছে। তারপর আর বিশেষ এগোয়নি।"

প্রশ্ন উঠছে, কথাবার্তা, দেখা সাক্ষাতের পরেও ঠিক কী কারণে একে অপরের সঙ্গে দূরত্ব বাড়ল। অভিনেত্রীর দাবি, "এখানে কোনও নাটক কিংবা তিক্ততা নেই। আমাদের মতের বিরোধ রয়েছে কিছুটা। সময়ও হয়তো সঙ্গ দেয়নি।"

বিতর্কে জড়িয়ে বহুবার খবরের শিরোনামে উঠে এসেছে হার্দিকের নাম। এমনকী ‘কফি উইথ করণ শো’য়ে মহিলাদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় সাসপেন্ডও হয়েছিলেন।

যদিও হার্দিক পরে জানান, তিনি প্রথমদিকে বুঝতেই পারেননি তাঁকে ঠিক কী বলা হচ্ছে। তাঁর কথায়, ‘‘আমি সত্যিই জানতাম না ‘মিসোজিনিস্ট’ (Misogynistic) শব্দটার অর্থ কী। প্রথম প্রথম ভেবেছিলাম আমাকে নিয়ে মজা করতে এই শব্দটা ব্যবহার করা হচ্ছে। কিন্তু পরে আমার এক বন্ধু আমাকে শেখায়, এই শব্দের অর্থ যে ব্যক্তি নারীকে সম্মান করে না।’’

এষা অবশ্য দাবি করেন, "না, সেসব আমাদের সম্পর্কে কোনও বাধা হয়ে দাঁড়ায়নি। কারণ, সেই সময় আমরা দু'জন আর কথা বলতাম না। কথা তার আগে থেকেই বন্ধ ছিল।"

সম্প্রতি ববি দেওলের 'আশ্রম ৩' সিরিজে দেখা গিয়েছে এষাকে। 'ডিসিপি লক্ষ্মীরথী ইন ওয়ান ডে: জাস্টিস ডেলিভার্ড'- এ দেখা গিয়েছে তাঁকে। শোনা যাচ্ছে, 'হেরা ফেরি ৩' ছবিতে কাজ করছেন এষা। যদিও এখনও ছবি নির্মাতারা বিষয়টি নিশ্চিত করেননি।