স্বদেশে হোক বা বিদেশের পাহাড়, সমুদ্র ও পছন্দের বিভিন্ন জায়গায় বেড়াতে চলে যান 'রাজশ্রী' জুটি।
যখন যেখানে ইচ্ছা তখন সেই পছন্দের জায়গাতেই পৌঁছে যান তাঁরা। ছবির শুটিংয়ের চাপ সামলে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে চলে যান তারকা দম্পতি।
এখন মরিশাসে ছুটি কাটাচ্ছেন যুগল। তাঁদের ভালোবাসায় মোড়া ছবি ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে। আর তাতেই কটাক্ষের শিকার হয়েছেন তাঁরা দু'জন।
তাঁদের দু'জনের ছবি দেখে নেটপাড়া রীতিমতো কটাক্ষ করে তাঁদের বলেছেন 'সন্তানদের একা রেখে ঘুরে বেড়াচ্ছেন?'
তাঁদের ছবিতে কখনও দেখা যায় শুধুমাত্র তাঁদের দুজনকে কখনও আবার দুই সন্তানকে। কখনও আবার ইউভান বা ইয়ালিনির মধ্যে যে কোনও একজনকে দেখা যায় তাঁদের বেড়াতে যাওয়ার ছবিতে। নেটিজেনরা সন্তানদের খোঁজ নেন তখন কমেন্টে।
যদিও কোনওরকম কটাক্ষকেই কখনও বিশেষ পাত্তা দেননা এই জুটি। তাঁরা নিজেদের ভালো রাখার পাসওয়ার্ড খোঁজার উপরই ভরসা রাখেন।
আর তাঁদের পায়ের তলায় সরষে দেখে মনে হয় রাজ-শুভশ্রীর ভালো থাকার এক পাসওয়ার্ড হল বেড়াতে যাওয়া।
আর ঠিক সেভাবেই কখনও মালদ্বীপ কখনও জামাইকা কখনও ইউরোপ তো কখনও আবার থাইল্যান্ডে ছুটির মেজাজে ধরা দেন টলিপাড়ার এই তারকা দম্পতি। (ছবি: রাজ ও শুভশ্রীর ইনস্টাগ্রাম থেকে)
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.