রবিবার থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ। তার আগে অনুশীলনে নেমে পড়ল ভারতীয় দল। সকালে চার ঘণ্টা দেরিতে পারথে পৌঁছনোর পরেই মাঠে নেমে পড়েন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। নেটে অনুশীলনের পর হিটম্যানকে প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতেও দেখা গিয়েছে।
'রো-কো' জুটি যে তৈরি, তা নেটে তাঁদের অনুশীলন দেখেই স্পষ্ট। প্রথম প্র্যাকটিস সেশনে যেভাবে তাঁরা ব্যাট করলেন, তাতে স্পষ্ট অজি দলের রাতের ঘুম উড়ে যেতে পারে।
নেটে পাশাপাশি তাঁরা ব্যাটিং করলেন। প্যাকটিসের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। যা দেখে নেটিজেনরা উচ্ছ্বসিত।
ভিডিওয় দেখা গিয়েছে, বেশ কিছুক্ষণ ধরে অনুশীলন করেন তাঁরা। একের পর এক দৃষ্টিনন্দন কভার ড্রাইভ করতে দেখা গিয়েছে দুই মহাতারকাকে। তাঁরা যেন জানান দিচ্ছেন, রবিবাসরীয় ম্যাচের জন্য তৈরি তাঁরা।
২৪ দিন পর অস্ট্রেলিয়ার মাটিতে ফের দেখা যাবে রোহিত শর্মা, বিরাট কোহলিকে। চলতি বছরের ৯ মার্চ দুই ক্রিকেটারকে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে দেখা গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবার অজিভূমে তাঁদের দেখতে এখন থেকেই উন্মাদনার পারদ চড়ছে। অনেকেরই ধারণা, এটাই ‘রো-কো’র বিদায়ী সফর। সেই কারণে তাঁদের নিয়ে সমর্থকদের মধ্যে প্রবল উচ্ছ্বাস।
তাঁদের দেখতে সিরিজ শুরুর অনেক আগেই সমস্ত ম্যাচের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে।
অস্ট্রেলিয়ায় ১৯ অক্টোবর পারথ স্টেডিয়ামে সফর শুরু করবে ভারত। দ্বিতীয় ওয়ানডে ২৩ অক্টোবর, অ্যাডিলেড ওভালে। ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডে।
অধিনায়ক হিসাবে এটাই শুভমান গিলের প্রথম ওয়ানডে সিরিজ। তরুণ শুভমানের নেতৃত্বে অজিভূমে কতটা সফল হয় ভারত, সেটাও দেখার।
টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে দূরে থাকা কোহলি এবং রোহিতকে দেখার জন্য এখন থেকেই উন্মাদনা তো রয়েইছে। তাছাড়াও টি-টোয়েন্টি সিরিজ নিয়েও আগ্রহ তুঙ্গে। জানা গিয়েছে, তিন ওয়ানডে-সহ পাঁচ টি-টোয়েন্টি ম্যাচেরও টিকিট প্রায় শেষ। ২৯ অক্টোবর ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের ম্যাচগুলি রয়েছে ৩১ অক্টোবর, ২ নভেম্বর, ৬ নভেম্বর, ৮ নভেম্বর।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.