নখের কদর করতে অনেকেই ভালোবাসেন। শুনলে তাজ্জব বনবেন, নখপালিশে মোহাবিষ্ট ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্বয়ং। হ্যাঁ, ঠিকই শুনছেন। তাঁর পায়ের নখ রং করেন CR7। সম্প্রতি পর্তুগিজ তারকা পুত্র ক্রিশ্চিয়ানো জুনিয়রের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যা ইতিমধ্যেই ভাইরাল।
ছবিটিতে দেখা যাচ্ছে ছুটির মেজেজে রয়েছেন তিনি। যত্নে রাখা তাঁর দেহবল্লরীও দৃশ্যমান। কিন্তু রোনাল্ডোভক্তদের চোখ আটকে গিয়েছে তাঁর পায়ে। খুব স্বাভাবিকভাবেই তাঁদের মনে প্রশ্ন জেগেছে, কী কারণে পায়ে নেলপালিশ পরেন রোনাল্ডো? ফ্যাশনের কারণে? এর সহজ উত্তর 'না'।
তাঁর ইনস্টাগ্রাম পোস্টটি প্রায় ১ কোটি ৯০ লক্ষ লাইক পেয়েছে। কিন্তু অনেকেই রোনাল্ডোর পায়ের নখের রং কালো দেখে অবাক। এর পিছনে আসল কারণটি কী?
সহজ কথায়, স্বাস্থ্যগত কারণে রোনাল্ডো নখপালিশ করেন। ছত্রাক এবং ব্যাকটেরিয়া প্রতিরোধের জন্যই তিনি পায়ের নখে রং করেন। আসলে অনুশীলন থেকে শুরু করে ম্যাচ, দিনের অনেকটা সময় জুতো মোজা পরে থাকতে হয় তাঁকে। তাই পা ঘেমে যাওয়াটা স্বাভাবিক। এর ফলে ছত্রাক বা ব্যাকটেরিয়া নখের কোণে বাসা বাঁধতে পারে। সেই কারণে নখকে সংক্রমণমুক্ত রাখতেই কালো নেলপালিশের ব্যবহার।
চিকিৎসকরা বলছেন, এতে নখ পোক্ত হয়। নখে ফাঙ্গাস ইনফেকশন বা নখ পচে যাওয়ার মতো সমস্যা দূর হতে পারে এতে। কারণ গাঢ় রঙের আস্তরণ নখের উপরিভাগকে মজবুত করে। যা অনেক সময় গুরুতর আঘাত থেকেও বাঁচিয়ে দেয়।
কেবল ফুটবলাররাই নন, এর আগে পায়ের নখে রংপালিশ করতে দেখা গিয়েছে বক্সিং কেরিয়ারে ফর্মের তুঙ্গে থাকা মাইক টাইসনকে। তিনি হাতপায়ের নখে কালো রং করেছিলেন। মার্শাল আর্টিস্ট এবং প্রাক্তন কিকবক্সার মিডলওয়েট চ্যাম্পিয়ন ইসরায়েল আদেসানিয়াও একই কাজ করেছেন।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.