চোখ গোল গোল। বড় বড় দাঁত। লম্বা লম্বা কান। আপাতত এমন অদ্ভুত দর্শন পুতুলেই মন মজেছে সকলের।
যার নাম 'লাবুবু'। পুতুলটি তৈরি করেছেন হংকংয়ের শিল্পী কাসিং লুং। ২০১৯ সালে চিনের খেলনা প্রস্তুতকারক সংস্থা 'পপমার্ট' এই পুতুল বাজারে বিক্রি শুরু করে। চিনের বাজার ছেয়ে যায় পুতুলটি।
'লাবুবু' অবশ্য একটিমাত্র পুতুল নয়। বাজারে কমপক্ষে ৩০০টি ভিন্ন ভিন্ন ধরনের 'লাবুবু' পাওয়া যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ‘লাবুবু ইনটু এনার্জি’, ‘ফল ইন ওয়াইল্ড’, ‘টাইম টু চিল’, ‘লেটস চেকমেট সিরিজ়, ‘ম্যাকারন’, ‘প্যাস্টেল কালার’। যাদের একসঙ্গে বলা হয় 'দ্য মনস্টার্স'।
চিনের বাজারে প্রথমদিকে 'লাবুবু'র দাম ছিল কমপক্ষে ৪০ হাজার টাকা। 'লাবুবু' সিরিজের প্রতিটি পুতুলের দাম অবশ্য আলাদা আলাদা। অনলাইনেও পাওয়া যায় এই ধরনের পুতুল।
জেন জি-র কাছে এই পুতুল অত্যন্ত জনপ্রিয়। অল্প কয়েকদিনের মধ্যে ভারতে জনপ্রিয়তা পায় 'লাবুবু'। কেউ কেউ বাড়িতে রাখছেন। আবার কেউ কেউ তা ব্যাগে চাবির রিং হিসাবে কাজে লাগাচ্ছেন।
তবে চাইলে যে সিরিজ চাইছেন, সেটা পাওয়া কঠিন। কারণ, প্রতিটি পুতুল আসে 'ব্লাইন্ড বক্সে'। ওই বাক্স খোলার পর জানা যায় 'লাবুবু'র কোন সিরিজ পেলেন আপনি।
সিনে তারকাদেরও মন কেড়েছে 'লাবুবু'। কিম-রিহানারা ব্যাগের চেনে লাগিয়েছেন এই অদ্ভূত দর্শন পুতুল। আবার বি-টাউনের অনন্যা পাণ্ডেরও মন কেড়েছে সে।
বাদ যায়নি টলিপাড়াও। মিমি থেকে ঋতাভরী - সকলেই 'লাবুবু' জ্বরে কাত। ইনস্টাগ্রাম নিজেই এই পুতুলের ছবি শেয়ার করেছেন মিমি।
ঋতাভরী অবশ্য বরাবরই পুতুল সংগ্রহ করতে ভালোবাসেন। তাঁর কাছে 'পপ মার্ট'-এর অজস্র পুতুল রয়েছে। তবে সম্প্রতি 'লাবুবু' জনপ্রিয়তা পেয়েছে বলেই মত অভিনেত্রীর।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.