Advertisement
Advertisement

Breaking News

Lord Shiva

শ্রাবণে শিবের নামে সন্তানের জন্য বেছে নিতে পারেন এই নাম, সঙ্গে থাকবে আশীর্বাদ

শুধু ছেলেদের নয়, মেয়েদের নামকরণও ভগবান শিবের নামানুসারে হতে পারে।

Names Inspired By Lord Shiva For Baby Boy And Girl
Published by: Buddhadeb Halder
  • Posted:July 30, 2025 9:05 pm
  • Updated:July 30, 2025 9:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিভাবকরা অনেক সময় সদ্যোজাতর নামকরণ নিয়ে সমস্যায় পড়েন। জুতসই একটা নাম খুঁজে পেতে কালঘাম ছুটে যায় তাঁদের। সন্তানের জন্য একটা ভালো নাম খুঁজে পেতে বেশ কসরৎ করতে হয় বইকী! তবে পরিবারের সদস্যরা যদি ধর্মপ্রাণ হন, তাহলে সমস্যার সুরাহা মিলবে সহজেই। আপনি কি শিবের ভক্ত? এই পবিত্র শ্রাবণ মাস হল বাবার মাস। এমাসে যদি আপনার পরিবারে নবজাতকের আগমণ ঘটে থাকে, তাহলে নিশ্চিন্তে সন্তানের নাম রাখুন বাবার নামে। দেব-দেবীর নামে ছেলে-মেয়েদের নাম রাখার চল অনেক দিন থেকেই হিন্দু পরিবারগুলিতে রয়েছে।

Advertisement

হিন্দুধর্মে প্রধান তিন দেবতার মধ্যে একজন হলেন দেবাদিদেব মহাদেব। একদিকে যেমন তাঁর শক্তির প্রকাশ একাধিক রূপে প্রকাশ পায়, ঠিক তেমনি একাধিক নামেও পরিচিত তিনি। আপনার সন্তানের জন্য খানিক অপরিচিত ও আধুনিক নাম রাখতে চাইলে নিচে দেওয়া তালিকাটি পড়ে রাখুন। এগুলি থেকে আপনার পছন্দমতো নাম আপনি বেছে নিতে পারবেন। তাছাড়া প্রচলিত বিশ্বাস অনুসারে দেবতার নামে সন্তানের নাম রাখলে সেই ঈশ্বরের আশীর্বাদ সন্তানের উপর সারাজীবন থেকে যায়।

Names Inspired By Lord Shiva For Baby Boy And Girl

ঈশান: ঈশান শব্দের অর্থ হল ‘প্রভু’ বা ‘শাসক’। হিন্দুধর্ম অনুসারে, ঈশান বলতে শিবের তৃতীয় নয়নকে বোঝায়। এই নামের মধ্যে দিয়ে ভগবান শিবের পালনকর্তা ও ধংসকারী উভয় রূপের প্রকাশ পায়। শিবপুরাণ অনুসারে এটি শিবের পঞ্চ রূপের মধ্যে একটি।

রুদ্র: আদিতে রুদ্র ছিলেন একজন বৈদিক দেবতা। সময়ের সঙ্গে সঙ্গে রুদ্রের ধারণাটি ভগবান শিবের সঙ্গে একীভূত হয়ে যায়। শিবপুরাণে শিবের এগারোটি অবতারের মধ্যে এটিও একটি অবতার।

নীলকণ্ঠ: পুরাণ অনুসারে, দেবতা ও অসুরেরা অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করেছিলেন। এই মন্থনে হলাহল বিষ উৎপন্ন হয়। সমগ্র সৃষ্টিকে বাঁচাতে এই বিষ পান করার ফলে মহাদেবের কণ্ঠ নীল বর্ণ ধারণ করে। সেজন্যই তাঁর আরেক নাম নীলকণ্ঠ।

শংকর: এটি ভগবান শিবের একটি জনপ্রিয় নাম। শিবকে শংকর নামে ডাকা হয় কারণ তিনি ভক্তদের সমস্ত দুঃখ-কষ্ট দূর করে শান্তি ও আনন্দ দেন।

আয়ুধী: আপনি কি আপনার কন্যা সন্তানের জন্য নাম খুঁজছেন? তাহলে এই নামটি বেছে নিতে পারেন। শিবের প্রধান আয়ুধ হল ত্রিশূল। এটি মহাদেবের অন্যতম পরিচিত প্রতীক এবং একইসঙ্গে শিবের হাতে এটি সবসময় শোভা পায়।

ঈশানী: এই নামটি সরাসরি ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত না হলেও দেবী পার্বতীর আরেক নাম হল ঈশানী। তিনি শিবের স্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ