সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আবহে প্রথা মেনেই খুলে গেল উত্তরাখণ্ডের (Uttarakhand) কেদারনাথ মন্দিরের (Kedarnath temple) দরজা। সোমবার ভোর পাঁচটায় খোলা হল মন্দিরের দরজা। করোনা বিধি মেনেই যাবতীয় পুজো সম্পন্ন হয়। তবে কোনও ভক্তেরই প্রবেশের অনুমতি ছিল না। অনলাইনে অবশ্য মন্দির খোলার মুহূর্তের ভিডিওটি দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। টুইট করে মন্দির খোলার খবরটি জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াতও।
এর আগে প্রথা মেনে গত বছর ১৬ নভেম্বর বন্ধ হয়েছিল এই মন্দিরের দ্বার। কারণ এই সময় থেকে বরফ পড়ার ফলে সমস্ত জায়গা বরফের চাদরে ঢাকা পড়ে যায়। এই ছ’মাস বন্ধ থাকে বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী মন্দিরও। জানা গিয়েছে, গত শুক্রবারই অর্থাৎ ১৪ মে ভগবান শিবের মূর্তি শীতকালীন আবাস উখীমঠের ওঙ্কারেশ্বর মন্দির থেকে স্থানান্তর করা হয়। ওই দিনই আবার খুলে দেওয়া হয় গঙ্গোত্রী এবং যমুনোত্রী মন্দিরও। আর আজ ১৭ মে খুলে দেওয়া হল কেদারনাথ মন্দিরের দ্বার। এই উপলক্ষে সোমবার ভোর পাঁচটা নাগাদ প্রথা মেনে পুজোও হয়। তবে কেদারনাথ মন্দিরের দ্বার খুললেও এই করোনা পরিস্থিতিতে কোনও পুণ্যার্থীকেই মন্দিরের চৌহদ্দিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। মন্দিরে শুধুমাত্র নিয়ম মেনে আচার অনুষ্ঠান হয়। প্রায় ১১ কুইন্ট্যাল ফুল দিয়ে সাজানোও হয়েছে কেদারনাথ মন্দির। এদিকে, আগামী ১৮ মে অর্থাৎ মঙ্গলবার খোলা হবে বদ্রীনাথ মন্দির। তবে সেখানেও কার্যকর থাকবে করোনা বিধি।
গত বছরও করোনার কারণে পুণ্যার্থীদের ছাড়াই খুলেছিল কেদারনাথ মন্দির। এবারও দেখা মিলল সেই একই দৃশ্য। কারণ করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বিপর্যস্ত গোটা দেশ। এমনকী কুম্ভমেলার আয়োজন করা হলেও সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় আগেই অবশ্য বাতিল হয়েছে চারধাম যাত্রাও।
| Opening ceremony of portals of Kedarnath temple, Uttarakhand
— ANI (@ANI)
Uttarakhand | Portals of Kedarnath temple open; visuals from the opening ceremony that was held at 5 am today
— ANI (@ANI)
विश्व प्रसिद्ध ग्यारहवें ज्योर्तिलिंग भगवान केदारनाथ धाम के कपाट आज सोमवार को प्रातः 5 बजे विधि-विधान से पूजा-अर्चना और अनुष्ठान के बाद खोल दिए गए। मेष लग्न के शुभ संयोग पर मंदिर का कपाटोद्घाटन किया गया। मैं बाबा केदारनाथ से सभी को निरोगी रखने की प्रार्थना करता हूं।
— Tirath Singh Rawat (@TIRATHSRAWAT)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.