Advertisement
Advertisement

Breaking News

Sunita Williams

মহাকাশে পৌঁছে গেল মাস্কের মহাকাশযান, বুধেই পৃথিবীতে প্রত্যাবর্তন সুনীতাদের!

৯ মাস পর সহযোগীদের দেখে উচ্ছ্বসিত সুনীতারা। দেখুন ভিডিও।

Crew-10 ISS Space Docking To Bring Sunita Williams To Earth
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 16, 2025 12:54 pm
  • Updated:March 16, 2025 2:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎকণ্ঠা, প্রতীক্ষার অবসান। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছে গেল এলন মাস্কের ফ্যালকন ৯ রকেট। যার মধ্যে থাকা ক্রিউ-১০ মহাকাশযানে চেপে পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর। ইতিমধ্যেই তাঁদের সঙ্গে দেখা হয়েছে চার নভোচর অ্যান ম্যাক্লেন, নিকোল আয়ার্স, তাকুয়া ওনিশি এবং কিরিল পেসকভের। তাঁদের সমস্ত কাজ বুঝিয়ে ওই মহাকাশযানে চেপেই বুধবার পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন সুনীতারা।

Advertisement

জানা গিয়েছে, ভারতীয় সময় অনুযায়ী আজ রবিবার সকাল ৯টা ৩৫ মিনিটে রকেটটি মহাকাশ স্টেশনে অবতরণ করে। গোটা প্রক্রিয়া নিরাপদে সম্পন্ন হয়েছে বলেই জানিয়েছে নাসা। তবে মহাকাশযানটির দরজা খুলতে সময় লাগে এক ঘণ্টা। কারণ সেখানকার পরিবেশ, সুরক্ষা, ভিতর ও বাইরের চাপ সমস্ত কিছু পরীক্ষা করতে হয়। এরপর ১০টা ৩৫ নাগাদ মহাকাশযানটির দরজা খোলে। একে একে বেরিয়ে আসেন নাসার অ্যান ম্যাক্লেন এবং নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া ওনিশি এবং রাশিয়ার কিরিল পেসকভ। সকলের সঙ্গে দেখা করেন সুনীতা আর বুচ। স্বাভাবিকভাবেই সকলের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

নাসা সূত্রে খবর, ভারতীয় সময় অনুযায়ী আগামী বুধবার দুপুর দেড়টা নাগাদ মহাকাশ থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন সুনীতা ও বুচ। তাঁদের সঙ্গে পৃথিবীতে ফিরবেন নাসার নিক হগ এবং রাশিয়ার আলেকজান্ডার গর্বুনভ। কিছুদিন আগে এই দু’জন ড্রাগন মহাকাশযানে চেপে মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। উল্লেখ্য, গত বছরের মে মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। আট দিন পরেই তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু যে মহাকাশ যানে চেপে তাঁরা যান, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে তাতে সুনীতা ফেরা নিয়ে সংশয় দেখা দেয়। নাসাও কোনও ঝুঁকি নেয়নি। তাই সিদ্ধান্ত নেওয়া হয়, ওবোয়িং স্টারলাইনারে সুনীতারা ফিরবেন না। তাঁদের ফেরাতে অন্য যান পাঠানো হবে। কিন্তু নানা কারণে অভিযানে বারবার বাধা পড়ে। ফলে মহাকাশে আটকে পড়েন সুনীতা ও বুচ। তাঁদের সেই আট দিনের মহাকাশ সফর ৯ মাসে গড়ায়।

গত বছর থেকে মহাশূন্যে বন্দি থাকা দুই নভোচরকে ফেরাতে ‘বন্ধু’ মাস্কের সাহায্য চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে এবিষয়ে আশ্বস্ত করেন টেসলা কর্তা। সেইমতো সুনীতাদের ফেরাতে প্রস্তুতি শুরু করে তাঁর সংস্থা স্পেস এক্স। নাসার সঙ্গে যৌথ উদ্যোগে এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘ক্রু-১০ মিশন’। গত ১২ মার্চ অর্থাৎ বুধবার ভোর ৫টা ১৮ নাগাদ আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেট উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু উৎক্ষেপণের ৪ ঘণ্টা আগেই যান্ত্রিক ত্রুটি নজরে আসে। অভিযান বাতিল করে আসা। পরের দিন ফের অভিযান শুরু করার কথা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় প্রতিকূল আবহাওয়া। অবশেষে ভারতীয় সময় অনুযায়ী গতকাল শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সুনীতাদের ফিরিয়ে আনার জন্য মহাকাশে পাড়ি দেয় ফ্যালকন ৯ রকেট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ