ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২০ সালের মে মাসে রাজ্যে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান (Amphan)। লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বাংলা। গাছ ভেঙে পড়ে শহরের রাজপথ হয়ে গিয়েছিল স্তব্ধ। স্বাভাবিক গতি হারিয়েছিল শহর কলকাতা। গোটা জেলার অবস্থাও কার্যত হয়ে গিয়েছিল একইরকম। সেই স্মৃতি উসকে দিয়ে ফের বঙ্গোপসাগরে এক ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহেই বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এক সংবাদমাধ্যমের দাবি এমনই।
সেই প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, আবহাওয়া সংস্থা ‘ওয়েদার অব কলকাতা’র দাবি, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় (Cyclone) তৈরির সম্ভাবনা রয়েছে। বিষুবরেখার কাছে সুমাত্রা সাগর বা আন্দামান সাগরে তৈরি হতে পারে মোকা (Mocha)। তবে ঠিক কোথায় ঘূর্ণিঝড়টি আঘাত হানবে তা এখনও স্পষ্ট নয় বলেই জানা যাচ্ছে। তাই আবহাওয়াবিদরা এখনই ওই ঝড় নিয়ে নির্দিষ্ট পূর্বাভাস দিচ্ছেন না।
উল্লেখ্য, এই মে মাসেই বাংলার উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার বহু উদাহরণ রয়েছে। আমফান ছাড়াও ২০০৯ সালে আয়লার তাণ্ডবও অনেকের স্মরণে রয়েছে। এছাড়াও ফণী বা যশের মতো ঘূর্ণিঝড়ও আছড়ে পড়েছে বিভিন্ন বছরে। এখন দেখার সত্য়িই ওই সময় ঘূর্ণিঝড় তৈরি হয় কিনা। হলে তার নাম হবে মোকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.