Advertisement
Advertisement

Breaking News

Union Budget

মহাকাশে রাশিয়া, আমেরিকাকে টেক্কা দেবে ভারত! ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ বাজেটে

গতবারের চেয়ে এবারের বরাদ্দ অনেক বেশি।

India’s space race gets a financial boost with ₹13,416 crore allocation in Union Budget
Published by: Biswadip Dey
  • Posted:February 1, 2025 5:09 pm
  • Updated:February 1, 2025 5:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশ রেসে রাশিয়া ও আমেরিকাকে টক্কর দিচ্ছে চিন। এই পরিস্থিতিতে ক্রমেই উঠে আসছে ভারতও। এই অবস্থায় শনিবার পেশ করা কেন্দ্রীয় বাজেট মহাকাশ গবেষণায় বরাদ্দ করা হল ১৩৪১৬.২০ কোটি টাকা। যা গতবারের থেকেও অনেকটা বেশি।

Advertisement

গত বছরের বাজেটে ১৩০৪২.৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই হিসেবে এবার ৪০০ কোটিরও বেশি বরাদ্দ করা হয়েছে। এবারের বাজেটের বরাদ্দকৃত অর্থের মধ্যে ১ হাজার কোটি রয়েছে বেসরকারি সংস্থার মহাকাশ গবেষণায় অংশগ্রহণের খাতে।

মহাকাশ রেসে রাশিয়া ও আমেরিকাকে টক্কর দিচ্ছে চিন। এই পরিস্থিতিতে ক্রমেই উঠে আসছে ভারতও। সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ইসরোর চন্দ্রযান। এই প্রথম কোনও দেশের মহাকাশযান চাঁদের ওই অঞ্চলে নেমেছিল। এদিকে গগনযান প্রকল্পের দিকেও নজর রয়েছে সকলের। ২০২৬ সালেই মহাকাশে নভশ্চর পাঠাবে ইসরো।

এদিকে কয়েকদিন আগেই আরও এক ইতিহাস নির্মাণ করেছে ভারত। মহাকাশে স্বয়ংক্রিয় ভাবে ‘করমর্দন’ বা সংযুক্ত হয় ইসরোর দুটি স্যাটেলাইট। রাশিয়া, আমেরিকা, চিনের পর বিশ্বের চতুর্থ দেশে হিসাবে এই সাফল্য অর্জন করেছে ভারত। ঐতিহাসিক সাফল্যের পর ইসরোর তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়, “স্যাটেলাইট ডকিং সফল হয়েছে। ঐতিহাসিক মুহূর্ত।” মহাকাশ মন্ত্রী জীতেন্দ্র সিং শুভেচ্ছা জানান, “স্পেসডেক্স মিশন মহাকাশ গবেষণায় নতুন যুগের সূচনা করল। যা ভারতের প্রযুক্তিগত শক্তি ও স্বপ্নের বাস্তবায়ন।” সব মিলিয়ে মহাকাশ রেসে ক্রমেই উজ্জ্বল হয়েছে ইসরোর অবস্থান। সেই অবস্থানকে আরও শক্তিশালী করতেই এবার বিপুল অর্থ বরাদ্দ করা হল বাজেটে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ