Advertisement
Advertisement

Breaking News

Radio Signals

আমাদের ছায়াপথ ঘিরে দুর্বল রেডিও বৃত্ত! পৃথিবী সম্পর্কে অজানা তথ্য দেবে নয়া আবিষ্কার?

কৃষ্ণগহ্বরের গতিবিধি নিয়ে নতুন তত্ত্ব মিলবে বলে আশা বিজ্ঞানী মহলের।

Scientists find most powerful, distant odd Radio Circle ever detected

ছবি: ভারতের অ্যাস্ট্রোনমি কোলাবরেটরি।

Published by: Sucheta Sengupta
  • Posted:October 16, 2025 6:26 pm
  • Updated:October 17, 2025 10:23 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, সত্য নাকি কল্পনার চেয়েও বিস্ময়কর! তা শুধু কথার কথা নয়, বারবার নানা ঘটনায় এর সত্যতা প্রমাণিত হয় বইকী! এবার পৃথিবী, সৌরজগত নিয়ে পাওয়া নতুন তথ্যেও ফের তা বোঝা গেল। আমাদের ছায়াপথ ঘিরে রয়েছে দুর্বল রেডিও বৃত্ত! তাও একটি নয়, রয়েছে জোড়া বৃত্ত। সারাক্ষণ নাকি তারা রেডিও সিগন্যাল বিকিরণ করে চলেছে। একে বিজ্ঞানের পরিভাষায় বলা হয়, অড রেডিও সার্কেল বা ORC. সম্প্রতি ভারতের অ্যাস্ট্রোনমি কোলাবরেটরির বিজ্ঞানীরা তার অস্তিত্বের কথা জানতে পেরেছেন। এই আবিষ্কার কি মহাবিশ্ব সম্পর্কে নতুন কোনও তথ্য দেবে? এই প্রশ্ন তো উঠছেই। বিজ্ঞানীদের আশা, আমাদের ছায়াপথ, কৃষ্ণগহ্বরের গতিবিধি সম্পর্কে নতুন ধারণা দেবে এই রেডিও সিগন্যালের অস্তিত্ব।

Advertisement

নাম RAD J131346.9+500320. বিজ্ঞানীদের সাম্প্রতিকতম আবিষ্কার অনুযায়ী, পৃথিবীকে ঘিরে যে ছায়াপথ, সেই আকাশগঙ্গা থেকে ৭৫০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত এই জোড়া রেডিও বৃত্ত। এর ব্যপ্তি ৯ লক্ষ ৭৮ হাজার আলোকবর্ষ জুড়ে। দুর্বল রেডিও তরঙ্গ বিকিরণ করা এই জোড়া বৃত্ত আমাদের ছায়াপথ থেকে অন্তত ৫০ গুণ বড়। একে বলা হচ্ছে, অত্যাধুনিক মহাজাগতিক ঘটনা। ২০১৯ সাল প্রথম এর অস্তিত্ব টের পান আন্না ক্যাপিনস্কা নামে ন্যাশনাল রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরির এক বিজ্ঞানী। এবার গবেষক দলের প্রধান হিসেবে মুম্বই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনন্দ হোতা বলেন, “ওআরসি বা অড রেডিও সার্কেল হল সবচেয়ে সুন্দর এবং অদ্ভুত মহাজাগতিক ঘটনা। এর মধ্যে ছায়াপথ ও কৃষ্ণগহ্বরের মধ্যে নিহিত গুরুত্বপূর্ণ কিছু কিছু সংকেত লুকিয়ে থাকতে পারে।”

গবেষক দলের আরেক বিজ্ঞানী ড. প্রতীক দাভাড়ের মত, ওআরসি আসলে বিচ্ছিন্ন কোনও মহাজাগতিক ঘটনা নয়। এটা বিশাল সৌরজগতেরই একটা অংশ। পৃথিবীর প্লাজমা অবস্থা, ব্ল্যাক হোল এবং আবহাওয়া নিয়ে একাধিক তথ্য মিলতে পারে। তাতে বিভিন্ন ক্ষেত্রে কাজ করা বিজ্ঞানীদেরও সুবিধা হবে। ওআরসি নিয়ে নয়া গবেষণা প্রকাশিত হয়েছে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক পত্রিকায়। তাতে উল্লেখ, এই বৃত্তাকার রেডিও সিগন্যালের বিষয়টি আলাদা নয়, ছায়াপথের সঙ্গেই জড়িত থাকতে পারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ