Advertisement
Advertisement
Shreyas Iyer

জল্পনার অবসান, শ্রেয়স আইয়ারকেই অধিনায়ক ঘোষণা বিসিসিআইয়ের

দলে রয়েছেন আর কারা?

BCCI announces Shreyas Iyer as captain

ছবি বিসিসিআই

Published by: Prasenjit Dutta
  • Posted:September 6, 2025 2:39 pm
  • Updated:September 6, 2025 4:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের দলে জায়গা হয়নি তাঁর। অথচ ব্যাট হাতে আইপিএলে ফর্মের তুঙ্গে ছিলেন। ১৭ ম‌্যাচে করেছিলেন ৬০৪ রান। ১৭৫ স্ট্রাইক রেট, ৫০.৩৩ ব‌্যাটিং গড় ছিল তাঁর। জাতীয় দল থেকে বাদ পড়লেও বিসিসিআইয়ের কাছ থেকে ‘পুরস্কৃত’ হতে চলেছেন শ্রেয়স আইয়ার। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের অধিনায়ক ঘোষণা করা হল শ্রেয়স আইয়ারকে।

Advertisement

শ্রেয়স এখন দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের হয়ে খেলছেন। যদিও মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৫ রান করে খলিল আহমেদের বলে আউট হন তিনি। তবে, দল নির্বাচনের উপর এই ইনিংসের প্রভাব পড়েনি। শেষমেশ তাঁকেই ভারতীয় এ দলের নেতৃত্বভার দেওয়া হল। 

১৬ সেপ্টেম্বর থেকে লখনউয়ে রয়েছে ভারত এ এবং অস্ট্রেলিয়া এ দলের মধ্যে প্রথম বেসরকারি চার দিনের ম্যাচ। ২৩ সেপ্টেম্বর থেকে লখনউয়ের একানায় দ্বিতীয় চার দিনের ম্যাচ। এরপর কানপুরে তিনটি ওয়ানডে ম্যাচও অনুষ্ঠিত হবে। বেশ কিছুদিন আগে জল্পনা ছিল, শ্রেয়সকে ওয়ানডেতে টিম ইন্ডিয়ার অধিনায়ক করতে পারে বিসিসিআই। তবে এবার, অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারতীয় দলের দায়িত্ব পালন করতে দেখা যাবে শ্রেয়সকে। 

জানা গিয়েছে, অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের জন্য ভারত এ দলের সুযোগ দেওয়া হবে কেএল রাহুল এবং মহম্মদ সিরাজকে। তবে কাদের জায়গায় তাঁদের নেওয়া হবে, সেই তথ্য গোপন রেখেছে বিসিসিআই। ভারত এ দলে অভিমন্যু ঈশ্বরণ, দেবদত্ত পড়িক্কল, ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডি এবং খলিল আহমেদের মতো ক্রিকেটারদের ডাকা হয়েছে। ঘরোয়া মরশুমে দুর্দান্ত পারফর্ম করার পর আয়ুষ বাদোনিও ডাক পেয়েছেন। দলে রাখা হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণকেও।

ভারত এ স্কোয়াড
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, এন জগদীশন (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), দেবদত্ত পড়িক্কল, হর্ষ দুবে, আয়ুশ বাদোনি, নীতীশ কুমার রেড্ডি, কৃষ্ণা গুরু, কৃষ্ণ কোর, তনুশ আহমেদ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার, খলিল আহমেদ, মানব সুথার, যশ ঠাকুর। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement