সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসির বিচারে সেপ্টেম্বরের সেরা ক্রিকেটারদের তালিকায় ভারতীয়দের জয়জয়কার। পুরুষ এবং মহিলা-দুই বিভাগেই মাসের সেরা হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। বিশ্বব্যাপী ক্রিকেটভক্তদের ভোট এবং প্রাক্তন ক্রিকেটার ও মিডিয়া ব্যক্তিত্বদের প্যানেলের নিরিখে গতমাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অভিষেক শর্মা এবং স্মৃতি মান্ধানা।
সদ্যসমাপ্ত এশিয়া কাপে দুরন্ত ছন্দে ছিলেন অভিষেক। সবমিলিয়ে ৩১৪ রান করেছিলেন। তবে ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছিল তরুণ তুর্কির আগ্রাসী ব্যাটিং। ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ভারতীয় ওপেনার। দারুণ ছন্দে থাকার পাশাপাশি নজিরও গড়েন অভিষেক। আইসিসি পুরুষদের টি-২০ ক্রমতালিকার ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে ৯৩১ পয়েন্ট পান তিনি। টি-২০ ক্রিকেটের ইতিহাসে কোনও ব্যাটার এতখানি রেটিং পয়েন্ট পাননি। নজির গড়ার পর এবার সেপ্টেম্বরের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন অভিষেক।
মাসের সেরা ক্রিকেটারের শিরোপা পেয়ে অভিভূত ভারতীয় ওপেনার। তিনি বলেন, “আইসিসির এই সম্মান পেয়ে দারুণ লাগছে। কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচে আমি দলকে জিততে সাহায্য করেছি, সেই পারফরম্যান্সের জন্য এই পুরস্কার পেয়েছি বলে আরও বেশি খুশি।” মাসের সেরা ক্রিকেটারের সম্মান পেয়ে টিম ম্যানেজমেন্ট, সতীর্থ এবং নির্বাচকদের ধন্যবাদ জানিয়েছেন অভিষেক।
অন্যদিকে মহিলা ক্রিকেটারদের মধ্যেও মাসের সেরা এক ভারতীয়-স্মৃতি মান্ধানা। দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে নামার ঠিক আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। চার ম্যাচের মধ্যে দু’টিতেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। মাত্র ৫০ বলে সেঞ্চুরি হাঁকানোর ভারতীয় রেকর্ড গড়েছেন। বিশ্বকাপের শুরুতে যেভাবে ছন্দে না থাকলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮০ রান করে ফর্মে ফিরেছেন স্মৃতি। মাসের সেরা ক্রিকেটারের সম্মান পেয়ে উচ্ছ্বসিত ভারতীয় ওপেনার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.