ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন ইংল্যান্ড সফর টিম ইন্ডিয়ার কাছে অ্যাসিড টেস্ট হতে চলেছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন অবসর নেওয়ার পর কার্যত তরুণ ব্রিগেড নিয়ে ইংল্যান্ড গিয়েছে টিম ইন্ডিয়া। আর এই আবহে ভারতের ‘বোলিং ফিগারহেড’কে নিয়ে বড় তথ্য দিলেন সঞ্জনা। সম্পর্কে তিনি জশপ্রীত বুমরাহের স্ত্রী।
ভারতীয় এই গতি তারকাকে নিয়ে কী বলেছেন সঞ্জনা গণেশন? তাঁর মতে, তাঁদের সন্তান অঙ্গদ হওয়ার পর ক্রিকেটার হিসেবে আরও পরিণত হয়েছেন জশপ্রীত। ‘মোমেন্ট অফ সাইলেন্স’ নামক পডকাস্টে সঞ্জনা বলেন, “যখন অঙ্গদ হয় সেই সময় এশিয়া কাপ খেলতে গিয়েছিল বুমরাহ। তবুও হঠাৎ করেই ফিরে এসেছিল ও। তবে একটা কথা, আমার মনে হয়, অঙ্গদ হওয়ার পর আরও ভালো ক্রিকেটার হয়ে উঠেছে জশপ্রীত। দিনের শেষে শান্ত একটা পরিবেশে আপনি বাড়ি ফিরে কেবল স্বামী এবং বাবা হয়ে থাকতে পারেন। সেটা সব সময় আপনাকে খুবই সাহায্য করে।”
ক্রীড়া সঞ্চালক হিসেবে কাজ করেন সঞ্জনা। বুমরাহ যে বেশ রসিকতা পছন্দ করেন, সে কথা মনে করিয়ে তিনি বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমি ওর সাক্ষাৎকার নিচ্ছিলাম। কিন্তু ও রসিকতার মেজাজে ছিল। এমন কিছু আচরণ করছিল, যাতে আমার মনঃসংযোগে ব্যাঘাত ঘটে। আমাকে সেই সময় অনেক কষ্ট করে মনোনিবেশ করতে হয়েছিল।”
তবে দু’জনের সম্পর্কের রসায়নও যে ‘বড়’ ক্রিকেটার হিসেবে বুমরাহকে গড়ে তুলেছে, বিশ্বাস করেন সঞ্জনা। তাঁর সংযোজন, “ও আমার সেরা বন্ধু। ওর সঙ্গে বিছানায় শুয়ে চকোলেট খাই। ওটিটি’তে সিনেমা দেখি। এমনকী গোটা দিন ধরে কী কী করলাম, তা নিয়ে গল্প করি। এগুলোই আমাদের জীবনের অক্সিজেন। শান্তি।” প্রসঙ্গত, ২০২১ সালে সঞ্জনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বুমরাহ। ২০২৩ সালের সেপ্টেম্বরে তাঁদের কোল আলো করে আসে অঙ্গদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.