সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই চরম ভোগান্তির শিকার টিম ইন্ডিয়ার তারকারা। বিমান বিভ্রাটের জেরে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর পারথে পৌছলেন টিম ইন্ডিয়ার তারকারা। অর্থাৎ সিরিজ শুরুর আগেই ঝামেলায় পড়তে হল ভারতীয় দলের তারকাদের।
দিল্লি থেকে ১৫ অক্টোবর সকাল ৯টার বিমানে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। সেখান থেকে পারথের বিমান ধরার কথা ছিল। কিন্তু শুভমান গিলদের বিমান দিল্লি থেকে উড়েছেই ৪ ঘণ্টা পর। যার ফলে সিঙ্গাপুরে পৌছে ফ্লাইট রিশিডিউলিংয়ে আরও দেরি হয়। সব মিলিয়ে টিম ইন্ডিয়ার পারথে পৌছে যাওয়ার কথা ছিল বুধবার রাতের দিকে। কিন্তু সেটা পৌঁছতে পৌঁছতে বৃহস্পতিবার ভোর হয়ে যায়। তখনও অবশ্য কয়েকজন ভারতীয় সমর্থক রোহিত-কোহলিদের জন্য বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন। তবে ক্লান্ত ক্রিকেটাররা কারও সঙ্গে সেলফি তুলতে পারেননি। সোজা হোটেলে চলে যান।
১৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে ২৩ অক্টোবর, অ্যাডিলেড ওভালে। ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডে। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে দূরে থাকা কোহলি এবং রোহিতকে দেখার জন্য এখন থেকেই উন্মাদনার পারদ চড়ছে। ওয়ানডে সিরিজের পর ২৯ অক্টোবর ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের ম্যাচগুলি রয়েছে রয়েছে ৩১ অক্টোবর, ২ নভেম্বর, ৬ নভেম্বর, ৮ নভেম্বর। অজিভূমে ওয়ানডে’তে প্রথমবার টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে দেখা যাবে গিলকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.