Advertisement
Advertisement
Shreyas Iyer

‘ভালো খেলেছে, তবে টেস্টে জায়গা নেই’, শ্রেয়সকে বাদ দেওয়া নিয়ে এ কেমন যুক্তি আগরকরের?

সরফরাজের বাদ পড়া নিয়ে কী বক্তব্য আগরকরের?

Ajit Agarkar gave reason why Shreyas Iyer did not get chance in India test team for England tour
Published by: Arpan Das
  • Posted:May 24, 2025 7:05 pm
  • Updated:May 24, 2025 7:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও উজ্জ্বল। কিন্তু তাও শ্রেয়স আইয়ার ডাক পেলেন না ভারতীয় টেস্ট দলে। সেই নিয়ে নির্বাচক প্রধান অজিত আগরকর যুক্তি দিলেন ঠিকই, তবে তাতে প্রশ্ন থেকেই যাচ্ছে। শ্রেয়সকে নিয়ে ঠিক কী বললেন তিনি?

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সফরে যে দল ঘোষিত হয়েছে, তাতে ফাঁক পূরণ করতে হবে রোহিত-কোহলির শূন্যস্থানের। রোহিতের জায়গায় প্রতিশ্রুতিমান সাই সুদর্শন সুযোগ পেতে পারেন। কিন্তু বিরাটের চার নম্বর জায়গা কে নেবেন? নাম উঠতে পারে করুণ নায়ারের। কিংবা সেই জায়গায় খেলতে পারেন কেএল রাহুলও। অনেকে মনে করেছিলেন, শ্রেয়স আইয়ার ডাক পেতে পারতেন।

কিন্তু শেষ পর্যন্ত ‘ব্রাত্যই’ থেকে গেলেন তিনি। কোন যুক্তিতে? আগরকরের মতে, “এটা ঠিক যে, শ্রেয়স আইয়ার ঘরোয়া ক্রিকেটে খুব ভালো খেলেছে। কিন্তু টেস্ট দলে ওর কোনও জায়গা নেই।” ২০২৪-২৫ মরশুমের রনজিতে ৪৮০ রান করেছিলেন শ্রেয়স। গড় ৬৮.৫৭। সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন শ্রেয়স। এখন আইপিএলেও দারুণ ফর্মে আছেন।

এত কিছুর পর কেন ‘জায়গা নেই’ কথাটা উঠল, সেটাই প্রশ্ন। তাহলে কি শ্রেয়স পাকাপাকিভাবেই টেস্ট দল থেকে বাদ? যদি পরে সুযোগও হয়, তাহলে ঠিক আর কী কী করতে হবে? সেই বার্তা কি শ্রেয়সকে পৌঁছে দিয়েছেন নির্বাচকরা? একইভাবে সরফরাজ খানকে নিয়ে বলা হয়েছে, “নিউজিল্যান্ডের বিরুদ্ধে সরফরাজ ১০০ করেছিল, তারপর আর রান পায়নি।” ঘটনা হচ্ছে, তারপর আর মাত্র দুটো টেস্টই খেলেছিল সরফরাজ। রান পায়নি, সেটা ঠিক। তাহলে একই যুক্তি তো শুভমান গিল বা রাহুলের ক্ষেত্রেও খাটে। ফলে শ্রেয়স-সরফরাজের বাদ পড়া নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ