Advertisement
Advertisement

Breaking News

India Cricket Team

দুবাইয়ের উত্তাপের মধ্যে জট সঞ্জু ধাঁধায়, এশিয়া কাপে কী হতে পারে ভারতের প্রথম একাদশ?

সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া।

Asia Cup 2025: Here is the pitch report, weather and India Cricket Team's probable 11
Published by: Arpan Das
  • Posted:September 10, 2025 10:51 am
  • Updated:September 10, 2025 10:51 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুবাইয়ে এশিয়া কাপ অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। গতবারের চ্যাম্পিয়ন দল এবারও বিজয়ী হওয়ার দাবিদার। না হলে সেটা অঘটনই হবে বলা যায়। প্রথম ম্যাচেই সেই সুরটা তৈরি করে নিতে চাইবেন সূর্যকুমার যাদবরা। সেখানে প্রথম একাদশ কীরকম হবে? দুবাইয়ের আবহাওয়া কি প্রভাব ফেলবে ম্যাচে? পিচের চরিত্রই-বা কীরকম?

Advertisement

দলের কোচিংয়ের দায়িত্ব নেওয়ার পর একটা কাজ নিয়মিত করে গিয়েছেন গৌতম গম্ভীর। তা হল, বিভিন্ন ফরম্যাটে যত বেশি সম্ভব মাল্টি স্কিলড প্লেয়ার খেলানো। আর নিশ্চিত করা, যাতে আট নম্বর পর্যন্ত ব্যাট করার লোক থাকে। দেখতে গেলে, আমিরশাহি যুদ্ধ আদতে ভারতের কাছে পাকিস্তান-লড়াইয়ের ড্রেস রিহার্সাল। কিংবা প্রি-টেস্ট। তবে আমিরশাহি ম্যাচ ভারতকে একটা আন্দাজ দিয়ে যাবে, পাকিস্তান যুদ্ধের আগে টিম কোথায় দাঁড়িয়ে। লালচাঁদ রাজপুতের কোচিংয়ে থাকা আমিরশাহি টিমের প্লেয়ারদের কাছে আবার ভারত ম্যাচ জশপ্রীত বুমরাহ-শুভমান গিলদের বিরুদ্ধে খেলার একটা সুযোগ।

তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা অবশ্য আগ্রহী জানতে যে, আমিরশাহির বিরুদ্ধে প্রথম একাদশে উইকেটকিপার-ব্যাটার হিসেবে কাকে দেখা যাবে? জিতেশ শর্মা নাকি সঞ্জু স্যামসন? দুবাইয়ের নেট সেশন যদি কোনও ইঙ্গিত হয়, তা হলে আপাতত এগিয়ে রয়েছেন জিতেশ। সঞ্জুকে বাদ দিয়ে ওপেনে গিল ও অভিষেক। তিলক বর্মা যে ফর্মে রয়েছেন, তারপর তাঁকে তিন থেকে সরানো সম্ভব হবে না। চারে সূর্যকুমার যাদব। পাঁচে হার্দিক পাণ্ডিয়া। ছ’নম্বরে রিঙ্কু সিং। যিনি দুবাইয়ের মন্থর পিচে স্পিন-সংহারে প্রবল কাজে আসতে পারেন। দুবাইয়ের স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে গড় ১৪৪ রানের মতো। সাধারণত রান তাড়া করে জেতার সুযোগই বেশি থাকে। আবহাওয়াও যথেষ্ট ‘উত্তপ্ত’ থাকবে। ৩৫ ডিগ্রি সেলসিয়াসে খেলতে হবে শুভমান গিলদের।

তবে ভারতের ব্যাটিংয়ের যা গভীরতা তাতে সমস্যা হওয়ার কথা নয়। সাতে সঞ্জুর চেয়ে জিতেশ অনেক বেশি কার্যকরী হবেন বলে মনে করা হচ্ছে। আট নম্বরে কে, সেটাও লিখে দেওয়া যায়। যতই সহ অধিনায়কত্ব চলে যাক, সেই স্লটে অক্ষর প্যাটেলই সম্ভবত নামতে চলেছেন। কারণ পূর্বেই লেখা হল-আট নম্বর পর্যন্ত গম্ভীর ব্যাটার চান।

কিন্তু টিমে তৃতীয় স্পিনার? নাকি বাড়তি একজন পেসার? পরের দু’টো স্লট যথাক্রমে জশপ্রীত বুমরাহ এবং টি-টোয়েন্টিতে ভারতের সেরা বোলার অর্শদীপ সিংয়ের। আর শেষ স্লটের জন্য লড়াই দু’জনের। বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের। যে লড়াইয়ে আবার বরুণ এগিয়ে।

সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ