ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে পরাস্ত হতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তবে এই হারের পরেও আইসিসি’র ক্রমতালিকায় শীর্ষস্থানেই রয়েছে অস্ট্রেলিয়া। WTC ফাইনাল জিতে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে দক্ষিণ আফ্রিকা।
২২ টেস্টে ২৫০১ পয়েন্ট নিয়ে প্রোটিয়ারা দ্বিতীয় স্থানে। তাদের এখন রেটিং ১১৪। ইংল্যান্ডের (১১৩) চেয়ে এক ধাপ এগিয়ে বাভুমারা। তবে, গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের রেটিং পয়েন্ট ১২৩। দু’বছরে ২৬ টেস্ট খেলে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩২০০। অর্থাৎ, টেস্টে শীর্ষ তিন দল যথাক্রমে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড।
ক্রমতালিকায় ভারত রয়েছে চতুর্থ স্থানে। ২৭ টেস্ট খেলে টিম ইন্ডিয়ার পয়েন্ট ২৮৩৭। রেটিং ১০৫। পাঁচে থাকা নিউজিল্যান্ডের সংগ্রহ ২২ টেস্টে ২০৯৪ পয়েন্ট। কিউয়িদের রেটিং ৯৫। ষষ্ঠস্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং ৮৭। তারা ২৪ টেস্টে ২০৭৮ পয়েন্ট পেয়েছে। সাতে নেমে গিয়েছে পাকিস্তান। ২২ টেস্টে তাদের পয়েন্ট ১৭০৫। রেটিং ৭৮।
৮ থেকে ১২ নম্বরে রয়েছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আয়ারল্যান্ড, আফগান্তিস্তান এবং জিম্বাবোয়ে। ২০ জুন থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ২৮ জুন থেকে জিম্বাবোয়ের সঙ্গে দুই টেস্টের সিরিজ খেলবে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। তবে, সময়সূচির সমস্যার কারণে আগামী ১৮ মাস প্রোটিয়াদের কোনও হোম সিরিজ নেই। অন্যদিকে, ২৫ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন টেস্টের অ্যাওয়ে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.