সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছিলেন আগেই। এবার পাক বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও বড়সড় পতন হল বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের। জানা গিয়েছে, জাতীয় ক্রিকেট দলকে বড়সড় ঝাঁকুনি দেওয়ার লক্ষ্যেই কেন্দ্রীয় চুক্তির সর্বোচ্চ পর্যায়ে কোনও ক্রিকেটারকে রাখেনি পাক বোর্ড।
২০২৫-২৬ মরশুমের জন্য ৩০ জন ক্রিকেটারকে নিয়ে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু সর্বোচ্চ পর্যায় অর্থাৎ এ ক্যাটেগরিতে কোনও ক্রিকেটারকে রাখা হয়নি। আগের চুক্তিতে এ ক্যাটেগরিতে ছিলেন বাবর-রিজওয়ানরা। কিন্তু এবার তাঁদের নামিয়ে দেওয়া হয়েছে বি ক্যাটেগরিতে। গতবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন ফখর জামান। এবার তাঁকে ফেরানো হয়েছে চুক্তিতে।
তিনটি ক্যাটেগরিতে ১০ জন করে ক্রিকেটারকে রাখা হয়েছে। গত বছরের চুক্তির নিরিখে উন্নতি হয়েছে আবরার আহমেদ, হ্যারিস রউফ-সহ পাঁচ পাক ক্রিকেটারের। এবছরের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন আট ক্রিকেটার। বিশ্লেষকরা মনে করছেন, আসলে পাক ক্রিকেটারদের গোড়া থেকে ঝাঁকুনি দিতে চাইছে বোর্ড। পুরনো তারকা নয়, বোর্ড ভরসা রাখতে চাইছে তরুণ প্রতিভাদের উপর। সেকারণেই নতুন কেন্দ্রীয় চুক্তি যথেষ্ট ইঙ্গিতবাহী। দলে কেউই অপরিহার্য নয়, সম্ভবত এই বার্তা দিতেই সর্বোচ্চ ক্যাটেগরিতে কাউকে রাখেনি পাক বোর্ড।
উল্লেখ্য, প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ হাফিজ মনে করছেন, জঘন্য পারফরম্যান্সের জন্য বাবর এবং রিজওয়ান, দু’জনেই ‘মূল খেলোয়াড়’ হওয়ার যোগ্যতা হারিয়েছেন। গত বছর ডিসেম্বরে এই জুটি শেষবার দক্ষিণ আফ্রিকা সফরে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে খেলেছিলেন। রিজওয়ানের নেতৃত্বে প্রোটিয়াদের কাছে ০-২ ব্যবধানে পরাস্ত হয়েছিল পাকিস্তান। ২০২২ সাল থেকে বাবর এবং রিজওয়ানের আইসিসি ইভেন্টে পারফরম্যান্স খুবই শোচনীয়। তখন থেকেই তাঁদের নিয়ে সমালোচনা চলছে। সেকথা মাথায় রেখেই কেন্দ্রীয় চুক্তিতে অবনমন হল দুই পাক তারকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.