ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের অবস্থা তথৈবচ। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি – সমস্ত ফরম্যাটেই পাক দলের দুরবস্থা চোখে পড়ছে। এ বছর তারা ৩টি টেস্টের মধ্যে জিতেছে একটি। ১১টি ওয়ানডেতে মাত্র ২টিতে জিতেছেন বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা। টি-টোয়েন্টিতেও পারফরম্যান্স আহামরি নয়। ১৪টি ম্যাচে ৭টিতে জয় পেয়েছে তারা। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেটারদের বেতনে কোপ পড়তে পারে। জানা গিয়েছে, বাবর-রিজওয়ানরা বাদ পড়তে পারেন পিসিবি’র কেন্দ্রীয় চুক্তি থেকে।
এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দলের ব্যর্থতার জন্য বাবর, রিজওয়ান-সহ সিনিয়র ক্রিকেটারদের বেতনে কোপ পড়তে পারে। সেই কারণে এবার শঙ্কার মুখে তাঁরা। উল্লেখ্য, কেন্দ্রীয় চুক্তির আওতাভুক্ত ক্রিকেটাররা আইসিসি’র আয়ের তিন শতাংশ অংশ পান। বছর দুই আগে সিনিয়র খেলোয়াড়দের চাপের কারণে এতে সম্মতি দিয়েছিল পিসিবি। ওই প্রতিবেদন অনুসারে, নতুন চুক্তিতে এই সুবিধা থেকে নাকি তাঁদের বাদ দেওয়ার কথা ভাবছে পাক বোর্ড।
রিপোর্টে লেখা হয়েছে, ‘আইনি জটিলতার কারণে বর্তমান প্রশাসন চলতি চুক্তি সম্পূর্ণভাবে শেষ করতে পারছে না। তবে, নতুন চুক্তিতে এটি অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।’ এমন পরিস্থিতিতে কোচিং স্টাফের পাশাপাশি ক্রিকেটাররাও পাক বোর্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়ে। তাঁরা এটুকু বুঝে গিয়েছেন, পারফরম্যান্সে উন্নতি না হলে এবার তাঁদের বেতনে কোপ পড়তে চলেছে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার কাছে টানা আট ম্যাচে পরাস্ত হয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর পাকিস্তানের কাছে টি-টোয়েন্টিতে ১-২ ব্যবধানে সিরিজ হারে তারা। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পকেটে পুরেছিলেন রিজওয়ানরা। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়ান হোপরা। আর শেষ ম্যাচে রীতিমতো নাকানিচোবানি খেয়ে মাত্র ৯২ রানে অলআউট হয়ে লজ্জার নজির গড়ে পাকিস্তান। স্বাভাবিকভাবেই বাবরদের এমন হতশ্রী খেলায় চূড়ান্ত হতাশ সমর্থকরা। নেটদুনিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। অনেকেই এই হারকে ‘জাতীয় লজ্জা’ বলেও কটাক্ষ করেছেন। কেউ কেউ আবার রিজওয়ানকে নেতৃত্ব থেকে সরানোর দাবিও তুলেছেন। এমন পরিস্থিতিতে এবার শোনা গেল, পাকিস্তান ক্রিকেটারদের বেতনে কোপ পড়তে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.