Advertisement
Advertisement

Breaking News

Asia Cup 2025

ধরি মাছ না ছুঁই পানি, প্রতিনিধি না পাঠিয়েও ঢাকায় এশিয়া কাপের বৈঠকে বিসিসিআই!

এসিসি সভায় যোগদানের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড?

BCCI Agrees To Attend Dhaka Meeting!
Published by: Prasenjit Dutta
  • Posted:July 23, 2025 9:19 pm
  • Updated:July 23, 2025 9:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ আদৌ এবছর হবে কি না, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। তার উপর জানা গিয়েছিল, ২৪ জুলাই ঢাকায় যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হওয়ার কথা, তাতে যোগ দিতে চাইছে না বিসিসিআই। যদিও এখন জানা যাচ্ছে, বিসিসিআইয়ের একজন প্রতিনিধি অনলাইনে যোগ দিতে পারেন।

Advertisement

বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, এসিসি সভায় যোগদানের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে রাজীব শুক্লা অনলাইনে সভায় যোগ দেবেন। বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে শুরু হচ্ছে দু’দিন ব্যাপী এসিসি’র বার্ষিক সভা। এই সভা নিয়েই বিসিসিআইয়ের আপত্তি ছিল। স্থানান্তরের কথাও জানিয়েছিল ভারতীয় বোর্ড। যদিও শেষমেশ বোর্ডের তরফে সশরীরে কেউ উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি থাকতে চলেছেন।

উল্লেখ্য, ভারত-সহ শ্রীলঙ্কা, ওমান, আফগানিস্তানের মতো দেশগুলির বোর্ডও এই বৈঠক প্রতিনিধি পাঠাতে অনিচ্ছা প্রকাশ করেছিল। সেই কারণেই প্রশ্ন উঠছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল কি এশিয়া কাপের দিনক্ষণ চূড়ান্ত করতে পারবে? এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে এশিয়া কাপ নিয়ে জট কবে কাটবে, তা নিয়ে ধোঁয়াশা।

সূত্রের খবর, এশিয়া কাপ হলে সম্ভাব্য ভেন্যু হিসেবে সবার উপরে থাকছে সংযুক্ত আরব আমিরশাহি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এশিয়া কাপ শুরু হওয়ার কথা ৫ সেপ্টেম্বর। ফাইনাল ২১ সেপ্টেম্বর। আর ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা ৭ সেপ্টেম্বর। যদিও কোনও কিছুই এখনও চূড়ান্ত নয়। বৃহস্পতিবার বৈঠকে এশিয়া কাপ নিয়ে কোনও সমাধান সূত্র বের হয় কি না, সেটাই দেখার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ