Advertisement
Advertisement

Breaking News

BCCI

ইংল্যান্ড সফরের জন্য নির্বাচকদের নজরে ৩৫ ক্রিকেটার, দলে একাধিক চমকের সম্ভাবনা

অধিনায়ক হিসাবে থাকছেন রোহিতই!

BCCI selectors looking at 35 players for England tour

ছবি এক্স

Published by: Subhajit Mandal
  • Posted:May 1, 2025 11:53 am
  • Updated:May 1, 2025 11:53 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের ফর্ম দেখেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল বাছবে বিসিসিআই। জল্পনা অন্তত তেমনটাই। শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য অন্তত ৩০-৩৫ জন ক্রিকেটারের দিকে নজর রাখছে ভারতীয় বোর্ড। এঁদের অধিকাংশই এই মুহূর্তে আইপিএল খেলছেন। এই ৩৫ জনের মধ্যে থেকেই ভারতের মূল দল এবং এ দল বেছে নেওয়া হবে।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের দাবি, ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা মে মাসের দ্বিতীয় সপ্তাহে। মোট ১৬ জনের দল ঘোষণা করা হবে। রোহিত শর্মাই যে অধিনায়ক হবেন সেটা নিয়ে বিশেষ সংশয় নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, এবং আইপিএলে দু-একটি ম্যাচে ভালো ফর্ম দেখিয়েছেন রোহিত। তাছাড়া ইংল্যান্ডে শেষ সফরেও ভালো খেলেছেন তিনি। তাছাড়া নির্বাচকরা মনে করছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে রোহিতের মতো অভিজ্ঞ ওপেনারকে দরকার।

তবে দলে একাধিক চমক থাকছে। অন্তত দুজন তরুণ এবং একজন অভিজ্ঞ কিন্তু জাতীয় দলে ব্রাত্য ক্রিকেটারের ভাগ্য খুলে যেতে পারে। অভিমণ্যু ঈশ্বরণের পরিবর্তে তৃতীয় ওপেনার হিসাবে ইংল্যান্ড নিয়ে যাওয়া হতে পারে প্রতিভাবান সাই সুদর্শনকে। বাঁহাতি ওই ওপেনার ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছেন, আবার আইপিএলেও ভালো ফর্মে। যদিও সেটা অভিমণ্যুর সঙ্গে অবিচার করা হবে বলে মত ক্রিকেটমহলের। তাঁকে দীর্ঘদিন দলে রেখেও কোনও ম্যাচ না খেলিয়ে বাদ দিয়ে দেওয়া হতে পারে। এছাড়া মিডল অর্ডারে সরফরাজ আহমেদকে বিশেষ ভরসা করছে না বিসিসিআই। সেক্ষেত্রে করুণ নায়ারের জন্য দরজা খুলতে পারে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলের ঢোকা প্রায় পাকা করে নিয়েছেন তিনি। তবে শ্রেয়স আইয়ার বা অক্ষর প্যাটেল সম্ভবত এখনই টেস্ট দলে ঢুকতে পারছেন না।

অলরাউন্ডার হিসাবে রবীন্দ্র জাদেজাকেই দলে রাখতে পারেন নির্বাচকরা। স্পিনার হিসাবে নির্বাচকদের পছন্দ কুলদীপ যাদব। পেস বোলিং অলরাউন্ডার হিসাবে নীতীশ রেড্ডির পাশে লড়াইয়ে রয়েছেন শার্দূল ঠাকুরও। চার পেসার হিসাবে বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণ এবং হর্ষিত রানারা ইংল্যান্ড যেতে পারেন। যারা প্রথম দলে সুযোগ পাবেন না তাদের এ দলের হয়ে ইংল্যান্ডে পাঠানো হতে পারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ