সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচ জেতার পরও বর্ডার-গাভাসকর ট্রফিতে ৩-১ ব্যবধানে হার। প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সুযোগ পায়নি টিম ইন্ডিয়া। এই জোড়া বিপর্যয়ের দায় কার? দ্রুত পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে বিসিসিআই। তবে, পর্যালোচনা বৈঠকে বসলেও তাতে দীর্ঘমেয়াদি কোনও পদক্ষেপ করা হবে কিনা, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দলের দুই মহাতারকার পারফরম্যান্স মোটেই পাতে দেওয়ার যোগ্য নয়। বিশেষ করে রোহিতের ব্যাটিং ফর্ম রীতিমতো স্ক্যানারে। দল নির্বাচন থেকে ক্রিকেটারদের মানসিকতা, সব মিলিয়ে দলের কোচিং স্টাফের ভূমিকা নিয়েও একাধিক প্রাক্তন ক্রিকেটার প্রশ্ন তুলেছেন।
সংবাদসংস্থা IANS সূত্রের দাবি, ভারতীয় বোর্ড দ্রুত ক্রিকেটার এবং কোচিং স্টাফকে নিয়ে বর্ডার-গাভাসকর ট্রফির পর্যালোচনা বৈঠকে বসবে। শোনা যাচ্ছে, কোচ গৌতম গম্ভীর, গোটা কোচিং স্টাফ, অধিনায়ক রোহিত শর্মা, এবং বিরট কোহলির ভূমিকা পর্যালোচনা করা হবে। ভারতীয় ক্রিকেটে গম্ভীর-রোহিত-বিরাটদের ভবিষ্যৎ কোন পথে সেটাও খতিয়ে দেখা হবে ওই পর্যালোচনা বৈঠকে। কিন্তু সূত্র বলছে, ব্যাপারটা খতিয়ে দেখা বা সতর্কবার্তা পর্যন্তই সীমাবদ্ধ থাকতে চলেছে। কারও বিরুদ্ধেই কোনও পদক্ষেপ এখনই করা হবে না।
সূত্র বলছে, বর্ডার-গাভাসকর ট্রফিতে হারের জন্য এখনই গম্ভীর এবং তাঁর কোচিং স্টাফকে পুরোপুরি দায়ী করতে চাইছেন না বোর্ড কর্তারা। ফলে অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত প্রশ্নের মুখে পড়তে হবে না গম্ভীর এন্ড কোম্পানিকে। বিরাট-রোহিতদের ভবিষ্যৎ নিয়ে অবশ্য বোর্ড কর্তারাও চিন্তিত। তাঁদের সতর্ক করা হতে পারে। তবে এখনই তাঁদের উপরও কোপ পড়বে না। সূত্র বলছে, রোহিতদের পারফরম্যান্সে সন্তুষ্ট না হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলে বড় কোনও পরিবর্তন চায় না বোর্ড। এমনকী ৬ মাস বাদে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও রোহিত-বিরাটকে বাদ দেওয়ার কথা ভাবছে না বোর্ড। তবে তাঁদের ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দেওয়া হতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.