ছবি: সোশাল মিডিয়া।
স্টাফ রিপোর্টার: মহম্মদ শামিকে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ড্রাফটিংয়ে রাখা হয়েছিল। শামিকে টিমে নেয় রাঢ় টাইগার্স। তারপর ইংল্যান্ডে সফরের টিমে না ভারতীয় পেসারের না থাকার পর জল্পনা আরও বেড়ে গিয়েছিল। শোনা যাচ্ছিল, শামি নাকি বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে খেলতে পারেন। শামির মতো তারকার উপস্থিতি এই লিগের গ্ল্যামার যে আরও বাড়িয়ে দিত, সেটা বলে দেওয়া যায়। তবে শেষমেশ সেটা হচ্ছে না। যা খবর, শামি বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে খেলেছেন না। সেটা তাঁর ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েও দেওয়া হয়েছে।
শোনা গেল, দিন কয়েক আগে থেকেই শামির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে, তিনি খেলবেন না। ইংল্যান্ড সফরে না থাকা শামিকে কিছুটা হলেও ধাক্কা দিয়েছে। কারণ তিনি নিজে ওই টেস্ট সিরিজের জন্য মানসিক প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন। চোট সারিয়ে ফেরার পর ভারতীয় দলের হয়ে বেশ ভালোই পারফর্ম করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো বোলিং করেছেন। আইপিএলটা অবশ্য খুব ভালো যায়নি শামির। কিন্তু ভারতীয় ক্রিকেট মহলের একটা বড় অংশ মনে করেছিল, ইংল্যান্ডে শামিকে খুব প্রয়োজন টিমের। তাই ভারতীয় টিম ম্যানজেমেন্টের ওই সিদ্ধান্ত অবাক করার মতোই। এই পরিস্থিতি শামি নিজেও বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে খেলার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলেন না বলেই শোনা গেল। যার ফলে রাঢ় টাইগার্সকে এখন শামির বিকল্প খুঁজতে হচ্ছে।
বুধবার থেকে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় সংস্করণ শুরু হতে চলেছে। এবারের টুর্নামেন্ট আরও জমকালো করতে চাইছে সিএবি। যার জন্য জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও হচ্ছে। ম্যাচের আগে ঘণ্টা খানেকের অনুষ্ঠানে পারফর্ম করবেন সুনিধি চৌহান। শোনা গেল, ট্রফি নিয়ে মাঠে ঢুকবেন ঋদ্ধিমান সাহা। এছাড়াও আরও চমকের সম্ভাবনা রয়েছে।
গতবছর ঋদ্ধিমান এই লিগে খেলেছিলেন। এবার তাঁকে নতুন ভূমিকায় দেখা যাবে। ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন আগেই। টি-টোয়েন্টি লিগে ঋদ্ধিমানকে মেন্টর করেছে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। অবসরের পরই ঋদ্ধি জানিয়ে দিয়েছিলেন যে তিনি কোচিংয়ে আসতে চান। মেন্টর হিসেবে অভিষেক হতে চলেছে ঋদ্ধির। বুধবার ইডেনে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট। সোবিস্কো স্ম্যাসার্স মালদা আর মুর্শিদাবাদ কিংস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.