Advertisement
Advertisement

Breaking News

Bengal Cricket Team

সেঞ্চুরি মিস সুদীপের, উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড পেল বাংলা

দ্বিতীয় দিনের শেষে ভালো জায়গায় বাংলা।

Bengal take first innings lead against Uttarakhand on second day of Ranji Trophy
Published by: Prasenjit Dutta
  • Posted:October 16, 2025 5:42 pm
  • Updated:October 16, 2025 5:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রনজিতে দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় বাংলা। উত্তরাখণ্ডের ২১৩ রানের জবাবে বাংলার রান ৬ উইকেটে ২৭৪। ফলে ৬১ রানের লিড পেয়েছে অভিমন্যু ঈশ্বরণের দল। অসাধারণ ইনিংস খেলেছেন সুদীপ চট্টোপাধ্যায় এবং সুমন্ত গুপ্ত। তাঁদের জুটিই একটা সময় চাপে পড়ে যাওয়া বাংলাকে ‘উদ্ধার’ করে। 

Advertisement

স্কোর লাইন ৮/১ অবস্থায় দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলা। শুরুটা খানিকটা নড়বড়ে হয়। ৮.২ ওভারে সুদীপ ঘরামি (১৫)-র উইকেট হারায় বাংলা। দলগত ৬৩ রানের মাথায় ফেরেন অনুষ্টুপ মজুমদার। যেটুকু সময় ইডেনের ২২ গজে ছিলেন, আগ্রাসী মনোভাব নিয়ে খেলছিলেন। দেবেন্দ্র বোরা তাঁকে ফেরায় ৩৫ রানে। উইকেটরক্ষক অভিষেক পোড়েলের ইনিংসও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২১ রানে সাজঘরে ফেরেন তিনি।

৯৮ রানে ৪ উইকেট খুইয়ে চাপে পড়ে যায় বাংলা। সেখান থেকে সুদীপ চট্টোপাধ্যায় এবং সুমন্ত গুপ্তর জুটি বাংলাকে বিপদসীমা পার করান। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেন সুদীপ। ৯৮ রান করে তিনি যখন সাজঘরে ফিরলেন, বাংলার রান ২৫৪। অর্থাৎ, সুদীপ-সুমন্তর ১৫৬ রানের জুটিতে ততক্ষণে ৪১ রানের লিড নিয়েছে বাংলা।

অত্যন্ত ধৈর্যশীল ইনিংস খেলেছেন সুদীপ। ২৬৪ বলের ইনিংসটি ধ্রুপদী টেস্ট ইনিংসের তকমা পেতে পারে। ১২টি বাউন্ডারি দিয়ে সাজানো সুদীপের ইনিংস। দিনের শেষে ৮২ রানে অপরাজিত সুমন্ত গুপ্ত। ১৪৯ বলের এই ইনিংসে রয়েছে ৭টি বাউন্ডারি। শুক্রবার সকালে তাঁকে সঙ্গ দিতে হবে মহম্মদ শামি, আকাশ দীপদের। বাংলার লক্ষ্য থাকবে আরও বড় রানের লিড নিয়ে উত্তরাখণ্ডকে হারিয়ে জয় দিয়ে রনজি অভিযান শুরু করা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ