সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ বিশ্বকাপের (ICC World Cup 2019) ফাইনালে শেষমুহূর্ত পর্যন্ত লড়েও হারতে হয়েছিল নিউজিল্যান্ডকে। কিন্তু সেই ম্যাচটা হারলেও নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের (Kane Williamson) স্পোর্টসম্যান স্পিরিটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল গোটা বিশ্ব। এহেন উইলিয়ামসন শনিবার পা দিলেন ৩০ বছরে। আর জন্মদিনে সামনে এল তাঁর অন্য এক গুণ। ব্যাট নয়, গিটার হাতে দেখা গেল কিউয়ি ক্যাপ্টেনকে। যা দেখে মুগ্ধ তাঁর ভক্তরা।
এদিন আইসিসি’র (ICC) পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় কেন উইলিয়ামসনকে। টুইটারে লেখা হয়, ‘‘শুভ জন্মদিন কেন উইলিয়ামসন। ব্যাট এবং গিটার যা-ই দিয়ে দেওয়া হোক না, সব কিছুরই সুন্দর ব্যবহার করতে পারেন আপনি।’’ আর ভিডিওতে উইলিয়ামসনকে দুর্দান্ত গিটার বাজাতেও দেখা যায়। বুঝিয়ে দিলেন টেস্টে ৫০.৯৯ এবং ওয়ানেডে-তে ৪৭.৪৮ গড় থাকলেও গিটারের হাতও তাঁর নেহাত মন্দ নয়। শুধু আইসিসি নয়, আইপিএলে তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদের তরফ থেকেও জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।
Happy birthday, Kane Williamson – smooth with the bat, smooth with the bat guitar 🎸 😍
— ICC (@ICC)
It doesn’t matter what month it is, Kane has taught us to always smile😁
— SunRisers Hyderabad (@SunRisers)
🗣️ Friends, colleagues, teammates…
Everyone loves 🧡
— SunRisers Hyderabad (@SunRisers)
The humble & genuine guy ever…
Happy birthday mate— VKBobby (@vkbobby1000)
The humble & genuine guy ever…
Happy birthday mate— VKBobby (@vkbobby1000)
প্রসঙ্গত, করোনার কারণে দীর্ঘদিন ক্রিকেট বন্ধ থাকায় ব্যাট হাতে নামেননি কেন উইলিয়ামসনও। তবে আসন্ন আইপিএলে অংশ নেবেন তিনি। ফের একবার সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দেখা যাবে তাঁকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.