ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিডনি টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে গেলেন জশপ্রীত বুমরাহ। মধ্যাহ্নভোজনের পর এক ওভার বল করেন তিনি। তারপরই দলের ডাক্তারের সঙ্গে মাঠ ছাড়েন তিনি। কী হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে, স্ক্যান করার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভারতকে নেতৃত্ব দিচ্ছেন কোহলি।
বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে পারথে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। সেই টেস্টে জয় পেয়েছিল ভারত। কিন্তু তারপরের তিনটি টেস্টে জয়ের দেখা পায়নি রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। সিডনিতে রোহিত না খেলায় ফের দায়িত্বে এসেছেন বুমরাহ। চলতি সিরিজে ৩২টি উইকেট তুলে তিনিই সর্বোচ্চ উইকেটশিকারী। প্রথম টেস্ট থেকেই খেলে চলেছেন। কার্যত হয়ে উঠেছেন ভারতের ‘ওয়ান ম্যান আর্মি’।
ফলে তাঁর চোট আরও উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে। এখনও জানা যায়নি, কেন বুমরাহকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হল। তবে মধ্যাহ্নভোজনের পর এক ওভার বল করেন তিনি। তারপরই ফিরে যান ড্রেসিংরুমে। পরে দেখা যায়, দলের ডাক্তারের সঙ্গে তিনি সাজঘরের সিঁড়ি দিয়ে নেমে আসছেন। পরে গাড়ি করে হাসপাতালের পথে রওনা দেন। কী এমন ঘটল, যাতে ম্যাচের মাঝপথেই অধিনায়ককে হাসপাতালে নিয়ে যেতে হল? জানা যাচ্ছে, স্ক্যান করা হবে তাঁর। ভারতীয় দলের পক্ষ থেকে এখনও এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বুমরাহর অনুপস্থিতিতে ফের ভারতের নেতৃত্বে বিরাট কোহলি।
Where’s Jasprit Bumrah off to 🤔
— 7Cricket (@7Cricket)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.