Advertisement
Advertisement

Breaking News

Jasprit Bumrah

‘ম্যালকম মার্শালের পর বুমরাহই সেরা’, নেটদুনিয়ায় প্রশংসার জোয়ার, ‘দুষ্টু’ বার্তা স্ত্রী সঞ্জনারও

'বুমরাহ আমার দেশের হয়ে খেলে। এটা আমার অহংকার, গর্ব।' সোশাল মিডিয়ায় বক্তব্য নেটিজেনদের।

Border Gavaskar Trophy: Social media praises Jasprit Bumrah after heroic spell

ছবি: দেবাশিস সেন।

Published by: Arpan Das
  • Posted:November 22, 2024 6:37 pm
  • Updated:November 22, 2024 7:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)! পারথ টেস্টে (Border Gavaskar Trophy) ভারতের ধারক ও বাহক। অবশ্য শুধু এই টেস্ট কেন, ক্রিকেটের যে ফরম্যাটই হোক না কেন, বুমরাহর বিকল্প পাওয়া ভার। এদিন যেমন চার উইকেট পাওয়ার সঙ্গে সঙ্গে পরিকল্পিত নেতৃত্বও করলেন। তার পর নেটদুনিয়ায় প্রশংসার ঝড় বুমরাহকে নিয়ে।

Advertisement

আর হবে নাই বা কেন? প্রথম ইনিংসে ভারতের ইনিংস থেমে যায় মাত্র ১৫০ রানে। কেএল রাহুল, ঋষভ পন্থ, আর সদ্য অভিষেক হওয়া নীতীশ কুমার রেড্ডি ছাড়া কেউই রান পাননি। স্বাভাবিকভাবে ফিরে আসছিল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকামের স্মৃতি। সেই ভয় যে কমেছে, তার নেপথ্যে বুমরাহর নেতৃত্ব ও বিধ্বংসী বোলিং।

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তখন তৃতীয় ওভার। বুমরাহর বলে এলবিডব্লু হলেন ন্যাথান ম্যাকসুইনি। সেই শুরু। তার পর একে একে উসমান খোয়াজা, স্টিভ স্মিথ, প্যাট কামিন্সকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন ভারত অধিনায়ক। তাঁর সুইংয়ের সামনে দিশাহারা দেখাল অজি ব্যাটিংকে। দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৭ উইকেট হারিয়ে ৬৭।

বুমরাহর বোলিং দেখে সোশাল মিডিয়ার বক্তব্য, ম্যালকম মার্শালের পর এরকম পেসার দেখিনি। তাঁর ধারেকাছে কেউ নেই। হর্ষ ভোগলে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ব্যাটাররা এখন বুঝেই উঠতে পারছেন না, কীভাবে বুমরাহকে খেলা উচিত।’ আবার কেউ লিখেছেন, ‘বুমরাহ আমার দেশের হয়ে খেলে। এটা আমার অহংকার, গর্ব।’ এর মধ্যে রয়েছেন বুমরাহর স্ত্রী সঞ্জনা গণেশন। সোশাল মিডিয়ায় ভারতীয় পেসারের ছবির সঙ্গে তিনি যে বার্তা দিয়েছেন, তাতে দুষ্টুমির ছোঁয়াও রয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ