Advertisement
Advertisement

Breaking News

CSK

লজ্জার নজিরে ভরা মরশুম! প্রথমবার পয়েন্ট তালিকায় সবার শেষে চেন্নাই

এবারের আইপিএলের প্রথম দল হিসাবে প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছিল চেন্নাই।

CSK ends IPL at the bottom of points table for the first time
Published by: Anwesha Adhikary
  • Posted:May 25, 2025 9:12 pm
  • Updated:May 25, 2025 9:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচবারের চ্যাম্পিয়ন। সবচেয়ে বেশি বার ফাইনালিস্ট। সবচেয়ে বেশিবার প্লে অফের যোগ্যতা অর্জনকারী। এমন নানা নজির রয়েছে চেন্নাই সুপার কিংসের। কিন্তু এবারের আইপিএলে সব ওলটপালট হয়ে গেল ইয়েলো আর্মির। ১৬ বছর আইপিএলে খেলে এই প্রথমবার পয়েন্ট তালিকায় সবার শেষে পড়ে রইল তারা। আইপিএলের ইতিহাসে কোনওদিন পয়েন্ট তালিকায় দশম স্থান পায়নি চেন্নাই।

Advertisement

গোটা আইপিএলজুড়ে কার্যত খুঁড়িয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। ব্যাটিং-বোলিংয়ের ব্যর্থতা তো রয়েছেই, তার সঙ্গে ইয়েলো আর্মিকে ভালোরকম ভুগিয়েছে নিম্নমানের ফিল্ডিং। ঘরের মাঠ চিপকে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল চেন্নাই। কিন্তু তারপর থেকে স্রেফ ব্যর্থতা। গোটা মরশুমজুড়ে রানখরায় ভুগেছেন চেন্নাইয়ের তাবড় ব্যাটাররা। বোলারদের অবস্থাও তথৈবচ। এক নূর আহমেদ ছাড়া চিপকের ঘূর্ণি উইকেটের ফায়দা তুলতে পারেননি কোনও স্পিনার।

এবারের আইপিএলের প্রথম দল হিসাবে প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছিল চেন্নাই। সেটাও লজ্জার নজির চেন্নাইয়ের পক্ষে। পরপর দুই মরশুম প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারেনি সিএসকে, এমনটা এর আগে কোনওদিন হয়নি। গোটা টুর্নামেন্টে মাত্র ৪টি ম্যাচ জিতেছে চেন্নাই, সংগ্রহ মাত্র ৮ পয়েন্ট। ১০ দলের প্রতিযোগিতায় সকলের শেষে স্থান পেয়েছে তারা। এর আগে সিএসকের সবচেয়ে খারাপ পারফরম্যান্স ছিল ২০২২ সালে। সেবার নবম স্থানে ছিল চেন্নাই। তবে সেই লজ্জার নজিরও ছাপিয়ে গিয়েছে ধোনির দল।

তবে এবারের আইপিএল অভিযানে শেষ ম্যাচে জিতেছে চেন্নাই। অধিনায়ক হিসাবে সম্ভবত মহেন্দ্র সিং ধোনির শেষ ম্যাচ ছিল রবিবার। তাই প্রিয় থালাকে ‘পারফেক্ট ফেয়ারওয়েল’ দিতেই বোধহয় রবিবারের ম্যাচে চ্যাম্পিয়নের মেজাজে ধরা দিল চেন্নাই সুপার কিংস। ব্যাটে-বলে দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সে এবারের আইপিএল অভিযান শেষ করল ইয়েলো আর্মি। তবে মাহি মেনে নিয়েছেন, এবারের আইপিএলে কোনও বিভাগেই দাগ কাটতে পারনি তাঁর দল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement