Advertisement
Advertisement
Virat Kohli

অপারেশন সিঁদুরেও কোহলি! পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার প্রসঙ্গে উঠল বিরাটের টেস্ট অবসরের কথা

লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইয়েরও প্রিয় ক্রিকেটার কোহলি।

DGMO Rajiv Ghai mentions Virat Kohli's test retirement in press conference
Published by: Arpan Das
  • Posted:May 12, 2025 3:10 pm
  • Updated:May 12, 2025 3:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর প্রসঙ্গেও উঠে এল বিরাট কোহলির টেস্ট অবসরের কথা। এদিন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই ব্যাখ্যা করছিলেন, কীভাবে ভারতের আঘাতে পাকিস্তানের বিভিন্ন সেনাঘাঁটি গুঁড়িয়ে গিয়েছে। সেই কথা বলতে তিনি তুলে আনলেন ১৯৭০ সালের অ্যাশেজ সিরিজের প্রসঙ্গ। যদিও ক্রিকেটের কথা তুলতে একটু অস্বস্তির কথা জানালেন তিনি। কারণ, সোমবারই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কোহলি। আর রাজীব ঘাই এটাও জানালেন, দেশবাসীর মতো কোহলি তাঁর প্রিয় ক্রিকেটার।

Advertisement

এদিন ভারতীয় সেনার ডিজিএমও রাজীব ঘাই আরও একবার স্পষ্ট করেন, ৭ মে শুধুমাত্র জঙ্গিদের ডেরায় হামলা চালানো হয়েছে। কীভাবে ভারতীয় সেনার আধুনিক অস্ত্র পাকিস্তানের বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ করেছিল, সেটার ব্যাখ্যা দেন। সেখানে পাকিস্তান ভারতের কিছুই করতে পারেনি। সেই প্রসঙ্গে তিনি উদাহরণ দিতে চান ১৯৭০ সালে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচের কথা। সেখানে জেফ থমসন ও ডেনিস লিলি ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে কার্যত ধ্বংস করে দিয়েছিলেন।

তিনি বলেন, “আমি আজ দেখছিলাম কোহলি টেস্ট থেকে অবসর নিলেন। বহু ভারতীয়র মতো, উনি আমারও খুব প্রিয় ক্রিকেটার। সাতের দশকে অস্ট্রেলিয়ার দুই পেসার জেফ থমসন ও ডেনিস লিলি, ইংল্যান্ডের ব্যাটিংকে গুঁড়িয়ে দেন। তাঁদের দাপট এতটাই ছিল যে, অস্ট্রেলিয়ানরা বলতে শুরু করেন, ‘অ্যাশেজ থেকে অ্যাশেজ, ধুলো থেকে ধুলো। যদি থমাস না পারেন, তাহলে লিলি নিশ্চয়ই আউট করবেন। যদি আপনি ভালো করে ভারতের নিরাপত্তা ব্যবস্থার স্তরগুলো দেখেন, তাহলে আমি কী বলছি বুঝতে পারবেন। যদি সবকটা নিরাপত্তার বাধা পার করতে পারেন, তাহলেও গ্রিড সিস্টেমের একটা স্তরে ঠিক ধরা পড়ে যাবেন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ