Advertisement
Advertisement

Breaking News

KKR

জোড়া জয়ের সুখাবহেও অস্বস্তি, পিচ নিয়ে টানাপোড়েন রাহানের কেকেআরে

ইডেন পিচ নিয়ে এবার দ্বিমত তৈরি হয়েছে নাইট সংসারেই।

Different demand of pitches at from KKR management
Published by: Anwesha Adhikary
  • Posted:May 6, 2025 12:29 pm
  • Updated:May 6, 2025 12:36 pm   

স্টাফ রিপোর্টার: পরপর দু’ম্যাচে জয়। প্রথমে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস বধ। তার পর ঘরের মাঠে রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে ১ রানে রুদ্ধশ্বাস জয়। দেখতে গেলে, পরিষ্কার সুখাবহ। সবচেয়ে বড় কথা, প্লে অফের আশা এখনও জীবিত। কিন্তু তার পরেও নিশ্চিন্ত কোথায় থাকতে পারছে কেকেআর? তারা নাকি ফের এক পুরনো টানাপোড়েনে ভুগছে। টিমের মধ্যেই দুই মতকে ঘিরে যে টানাপোড়েনের শুরু। পিচ নিয়ে টানাপোড়েন।

Advertisement

শোনা গেল, ইডেন পিচ নিয়ে এবার দ্বিমত তৈরি হয়েছে নাইট সংসারেই। কেকেআর সাপোর্ট স্টাফদের এক গুরুত্বপূর্ণ সদস্য চান, পিচে বেশি করে টার্ন থাকুক। কিন্তু নাইট সাপোর্ট স্টাফেরই আর এক গুরুত্বপূর্ণ সদস্য চাইছেন সম্পূর্ণ উল্টোটা। তাঁর মতে, পিচে টার্ন কম থাক। বরং এমন পিচ থাক, যেখানে ব্যাটার-বোলার দুই ‘প্রজাতি’-ই সুবিধে পাবে। দেখতে গেলে, ইডেনে গত দু’ম্যাচের পিচ নিয়ে আপত্তি থাকার কথা নয় কেকেআরের। কারণ তারা যে আইপিএলের শুরু থেকে পিচের টার্ন নিয়ে তোলপাড় চালিয়েছে, তা ইডেনের গত কয়েকটা ম্যাচের পিচে ছিল। কিন্তু তার পরেও নাকি পিচ নিয়ে দ্বৈত মত তৈরি হয়ে গিয়েছে নাইট সাপোর্ট স্টাফদের মধ্যেই। এক পক্ষ চান, বড় টার্ন থাকুক। আর এক পক্ষ চান, টার্ন কম থাকলে ভালো। কারণ খুব সহজবোধ্য। ইডেনে এবারের মতো কেকেআরের ঘরের মাঠে শেষ ম্যাচ বুধবার। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। কেকেআরের হাতে নারিন-বরুণ-মইন থাকলে, সিএসকে-র হাতেও জাদেজা-নূর-অশ্বিনরা রয়েছেন।

যাক গে। টিমের বাদবাকি খবরাখবরে আসা যাক। রবিবার রাজস্থানের বিরুদ্ধে জয়ের পর সোমবার আর মাঠে আসেনি কেকেআর। রাজস্থানের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন রিঙ্কু সিং। কিন্তু শোনা গেল, তিনি সুস্থ। হাঁটা-চলা করতে অসুবিধে হচ্ছে না। টিমের পুল সেশনেও যোগ দিয়েছেন তিনি। আন্দ্রে রাসেল, তিনি আবার ব্যাটিং ফর্ম ফিরে পেয়ে উৎফুল্ল। আইপিএল ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে রাসেল বলে দিয়েছেন, “প্র্যাকটিস করার সময়ই বুঝতে পারছিলাম যে, বড় রান দ্রুত আসছে। বোলিংও উপভোগ করছি আমি। আসলে, আমার বোলিং আর ব্যাটিং একে অন্যের পরিপূরক। একটা ভালো হলে, অন্যটাও হয়। রাজস্থানের বিরুদ্ধে একটা সময় মনে হচ্ছিল, খেলাটা না সুপার ওভারে চলে যায়। কিন্তু বৈভব শেষ দিকে ইয়র্কার করে আমাদের জিতিয়ে দিল। জয়টা সব সময় জয়ই।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ