Advertisement
Advertisement

Breaking News

Dwayne Bravo

নয়া মরশুমের আগেই নাইট রাইডার্সের কোচ হলেন ডিজে ব্র্যাভো

প্রধান কোচের দায়িত্ব পেয়ে কী বললেন ক্যারিবিয়ান তারকা?

Dwayne Bravo to become Knight Riders coach before new season

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:June 20, 2025 1:55 pm
  • Updated:June 20, 2025 2:04 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাইট রাইডার্সের হেডকোচ হিসেবে দেখা যাবে ডোয়াইন ব্র্যাভোকে। ত্রিনবাগো নাইট রাইডার্স কর্তৃপক্ষ ডোয়াইন ব্র্যাভোকে তাদের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছে। তিনি ফিল সিমন্সের স্থলাভিষিক্ত হতে চলেছেন। ফিল সিমন্স বাংলাদেশের পুরুষ দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

Advertisement

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে ব্র্যাভোর সম্পর্ক অনেকদিনের। ২০১৩ সালে ক্রিকেটার হিসেবে পথচলা শুরু এই তারকার। সিপিএলে ১১টি মরশুমে ১০৭টি ম্যাচ খেলেছেন তিনি। পেয়েছেন ১২৯ উইকেট। এরমধ্যে টিকেআরের সঙ্গে কাটিয়েছেন ন’টি মরশুম। এই ফ্র্যাঞ্চাইজিকে তিনি চারটি শিরোপা জিতিয়েছেন।

সোশাল মিডিয়ায় ব্র্যাভো লেখেন, ‘টিকেআরের কোচ হওয়াটা সম্মানের। কারণ এই দল আমার মনের খুব কাছের। ফিল সিমন্সকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই। তিনি খুবই নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। এবার নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি।”

গত বছর ব্র্যাভোকে ILT20-তে নাইট রাইডার্স গ্রুপের মালিকানাধীন আরেকটি দল আবু ধাবি নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে দেখা গিয়েছিল। ২০২৫ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালে আইপিএল থেকে অবসর নেওয়ার পর ২০২৩ এবং ২০২৪ সালে চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবেও তিনি কাজ করেছেন।

আন্তর্জাতিক পর্যায়েও কাজ করার অভিজ্ঞতা রয়েছে ব্রাভোর। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং উপদেষ্টা ছিলেন তিনি। ব্র্যাভোকে কোচ হিসেবে নিয়োগ করে উচ্ছ্বসিত নাইট রাইডার্স গ্রুপের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, “টিকেআরকে সিপিএল ইতিহাসের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি করে তোলার ক্ষেত্রে ডিজে ব্র্যাভোরও ভূমিকা রয়েছে। একজন ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে তিনি এই দলকে সবকিছু দিয়েছেন। এবার তাঁকে টিকেআরের হেডকোচ হিসেবে দেখা যাবে। তাঁর সাফল্য কামনা করছি। আশা করব, তাঁর বিশাল অভিজ্ঞতায় সমৃদ্ধ হবে আমাদের ফ্র্যাঞ্চাইজি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ