সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড ক্রিকেটে ঘোর দুঃসময়। হ্যারি ব্রুকদের ফর্ম এতটাই শোচনীয় যে ২০২৭ সালের বিশ্বকাপে তাঁরা আদৌ সরাসরি সুযোগ পাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়ে গেল।
বৃহস্পতিবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতেও হারের মুখ দেখতে হল ব্রুকদের। ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে গিয়েছেন ব্রুকরা। অর্থাৎ সিরিজ হার নিশ্চিত। তবে সেটার চেয়েও ইংল্যান্ডকে যেটা বেশি চিন্তায় রাখবে তা হল আইসিসি ক্রমতালিকায়। এই মুহূর্তে হ্যারি ব্রুকরা আইসিসি ক্রমতালিকায় রয়েছেন অষ্টম স্থানে। আর এক ধাপ নামলেই ২০২৭ বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে না তারা। সেক্ষেত্রে বাছাই পর্বে খেলতে হবে।
২০২৭ সালে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়ায়। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। নামিবিয়ার ওয়ানডে স্টেটাস না থাকায়, তাদের খেলতে হবে বাছাই পর্বে। ফলে দুই আয়োজক দেশের সঙ্গে আইসিসির ক্রমতালিকায় থাকা প্রথম আট দল সরাসরি খেলার সুযোগ পাবে বিশ্বকাপে। বাকি ৪ দলকে খেলতে হবে বাছাই পর্বে।
ইংল্যান্ড এই মুহূর্তে ৮ নম্বরে। ফলে সরাসরি বিশ্বকাপে খেলার জায়গায় তাঁরা এখনও আছে। সমস্যা হল ২০২৩ বিশ্বকাপের পর ব্রুকরা জঘন্য ফর্মে। ২১ ম্যাচের মধ্যে মাত্র ৭টিতে জিতেছে। এই মুহূর্তে ইংল্যান্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। কোনওভাবে যদি এই দুই দল ক্রমতালিকায় ইংল্যান্ডের উপরে উঠে যায় তাহলেই সংকটে পড়বেন ব্রুকরা। নজিরবিহীনভাবে ক্রিকেটের জন্মদাতাদের বিশ্বকাপে খেলার জন্য খেলতে হবে যোগ্যতা অর্জন পর্বে। ইংল্যান্ডের সামনের সূচিও বেশ কঠিন। এরপর তাঁদের খেলতে হবে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং ভারতের মতো দলের বিরুদ্ধে। এর মধ্যে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা সিরিজ অ্যাওয়ে। ফলে ব্রুকদের সংকট বেশ গভীর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.