বিশ্বকাপ ফাইনালে হারের পরে প্রথমবার খেলতে দেখা যাবে রোহিতকে। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ শেষ। প্রোটিয়াদের বিরুদ্ধে এবার টেস্ট সিরিজের বল গড়াতে চলেছে। ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচের আগে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) রসিকতা করে বলছেন, ”ইতনা মেহনত কিয়া হ্যায় তো…।”
বিশ্বকাপের জন্য প্রচণ্ড পরিশ্রম করেছেন রোহিত শর্মারা। মেগা ইভেন্টের শুরু থেকে দুর্দান্ত খেলছিল ভারত। কিন্তু ফাইনালে এসে ভারতকে হতশ্রীভাবে হারতে হয়েছে। ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করে টিম ইন্ডিয়া। সেই হতাশা কাটিয়ে উঠে দক্ষিণ আফ্রিকায় কি সিরিজ জিততে পারবে ভারতীয় দল? প্রথম টেস্ট ম্যাচের আগে রোহিত শর্মা বলছেন, ”আমরা এখানে কখনওই সিরিজ জিততে পারিনি। কিন্তু এবার যদি এখানে সিরিজ জিততে পারি, তাহলে বিরাট ব্যাপার হবে।”
প্রয়াত নেলসন ম্যান্ডেলার দেশ থেকে সিরিজ জিতে ফিরলে কি বিশ্বকাপে হারের যন্ত্রণা প্রশমিত হবে? সেই হৃদয়বিদারক হারের ক্ষতে কি প্রলেপ দেওয়া যাবে? সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে এমনই প্রশ্ন করা হয়। উত্তরে রোহিত বলেন, ”বিশ্বকাপের যন্ত্রণা ভোলা সম্ভব কিনা, তা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে আমরা যদি এখান থেকে সিরিজ জিতে দেশে ফিরতে পারি, তা হলে তা নিঃসন্দেহে বড় বিষয় হবে। এত পরিশ্রম যখন করছি, তখন তো কিছু একটা পাওয়া উচিতই।”
অতীত ইতিহাস মুছে নতুন এক ইতিহাস কি তৈরি করতে পারবে রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দল? উত্তরটা আপাতত সময়ের গর্ভে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.