সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক ভারতবিদ্বেষী মন্তব্য করে বিতর্ক বাঁধিয়েছিলেন শাহিদ আফ্রিদি। ক্রিকেটার হিসেবে পাকিস্তানের হয়ে যে সাফল্যই থাক না কেন, সাম্প্রতিক সময়ে ভারতকে কুৎসা করাই যেন প্রধান লক্ষ্য হয়ে উঠেছে তাঁর। আর সেই ক্রিকেটারের সঙ্গেই কি না ঋষভ পন্থের তুলনা! সেই তুলনাটাই করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মুস্তাক মহম্মদ।
৮১ বছর বয়সি মুস্তাক বর্তমানে বার্মিংহামে থাকেন। পাকিস্তানের হয়ে ১৯৫৯ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ক্রিকেট খেললেও জন্ম ভারতেই। দেশভাগের পর মাত্র ৬ বছর বয়সে গুজরাটের জুনাগড় থেকে পাকিস্তানে চলে যান। তবে সম্প্রতি তিনি ফের চর্চায় এসেছেন এজবাস্টন টেস্টের সময়। ভারতের তেরঙ্গার রংয়ের টাই পরে তিনি খেলা দেখতে এসেছিলেন। এখনও নিয়মিত ক্রিকেটের খোঁজখবর রাখেন।
সম্প্রতি পিটিআইকে এক সাক্ষাৎকারে মুস্তাক বলেন, “ঋষভ পন্থ হলেন ভারতের শাহিদ আফ্রিদি। সত্যি কথা বলতে, ওঁর ব্যাটিং আফ্রিদির থেকেও ভালো।” অর্থাৎ পুরোটাই ক্রিকেটের দিক থেকে বলেছেন। তবে সাম্প্রতিক সময়ে ভারত-পাক অশান্তি ও সেখানে আফ্রিদির ভূমিকায় এই তুলনাকে অনেকেই ভালোভাবে নিচ্ছেন না। বিশেষ করে পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের মুখ থেকে।
মুস্তাক আরও বলছেন, “কোহলি আরও দু’বছর অনায়াসে খেলতে পারতেন। এই টেস্ট টিমে উনি থাকতে পারতেন। জানি না কেন অবসর নিলেন।” ভারতীয় দলের প্রশংসা করে তিনি বলছেন, “কোনও সন্দেহ নেই ভারতীয় ক্রিকেট এই মুহূর্তে সেরা জায়গায় আছে। ভারত-পাক সবচেয়ে বড় ক্রিকেটযুদ্ধ। কিন্তু এখন ক্রিকেট বহির্ভূত কারণে ভারত-পাক একে-অপরের বিরুদ্ধে খেলে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.