Advertisement
Advertisement

Breaking News

WTC

পরের দু’বছরে ভারতের প্রতিপক্ষ কারা? রইল টেস্ট চ্যাম্পিয়নশিপে সব দলের সূচি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের চক্রে মোট ক'টা ম্যাচ খেলবে ভারত?

Full schedule of WTC 2025-27 circle including India's match

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:June 15, 2025 11:32 am
  • Updated:June 15, 2025 11:32 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শেষ। অস্ট্রেলিয়াকে হারিয়ে ২০২৩-২৫ চক্রের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। এবার শুরু হবে ২০২৫-২৭ চক্র। যার সূত্রপাত হবে ১৭ জুন থেকে শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট সিরিজ দিয়ে। তারপর শুরু হবে ইংল্যান্ডের মাটিতে ভারতের লড়াই। আর বাকি দলগুলির সূচি কীরকম? রইল সব তথ্য।

Advertisement

২০২৫-২৭ চক্রে মোট ৭১টি টেস্ট ম্যাচ হবে। মোট ৯টি দল লড়াই করবে ফাইনালে ওঠার জন্য। রোহিত-বিরাট যুগ পার করে ২০ জুন থেকে শুরু হবে ভারতের টেস্ট সিরিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে তেণ্ডুলকর-অ্যান্ডারসন ট্রফিতে নেতৃত্ব দেবেন শুভমান গিল। এই চক্রে ভারত খেলবে মোট ১৮টি টেস্ট। হোম সিরিজ শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এই চক্রে ভারত বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে কোনও সিরিজ খেলবে না।

অন্যদিকে নতুন চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার অভিযান শুরু হবে চলতি বছরের অক্টোবরে, পাকিস্তানের বিরুদ্ধে। অস্ট্রেলিয়া খেলবে মোট ২২টি টেস্ট। ইংল্যান্ডের মোট ম্যাচ ২১টি। ২০২৫-এ অ্যাসেজে মুখোমুখি হবে দুই দল।

একনজরে ২০২৫-২৭ চক্রের ম্যাচের সূচি

ভারত- মোট ম্যাচ ১৮
ঘরের মাঠে- ওয়েস্ট ইন্ডিজ (২), দক্ষিণ আফ্রিকা (২), অস্ট্রেলিয়া (৫)
বাইরের মাঠে- ইংল্যান্ড (৫), শ্রীলঙ্কা (২), নিউজিল্যান্ড (২)

অস্ট্রেলিয়া- মোট ম্যাচ ২২
ঘরের মাঠে- ইংল্যান্ড (৫), নিউজিল্যান্ড (৪), বাংলাদেশ (২)
বাইরের মাঠে- ওয়েস্ট ইন্ডিজ (৩), দক্ষিণ আফ্রিকা (৩), ভারত (৫)

দক্ষিণ আফ্রিকা- মোট ম্যাচ ১৪
ঘরের মাঠে- অস্ট্রেলিয়া (৩), বাংলাদেশ (২), ইংল্যান্ড (৩)
বাইরের মাঠে- পাকিস্তান (২), ভারত (২), শ্রীলঙ্কা (২)

ইংল্যান্ড- মোট ম্যাচ ২১
ঘরের মাঠে- ভারত (৫), নিউজিল্যান্ড (৩), পাকিস্তান (৩)
বাইরের মাঠে- অস্ট্রেলিয়া (৫), দক্ষিণ আফ্রিকা (৩), বাংলাদেশ (২)

নিউজিল্যান্ড- মোট ম্যাচ ১৬
ঘরের মাঠে- ওয়েস্ট ইন্ডিজ (৩), ভারত (২), শ্রীলঙ্কা (২)
বাইরের মাঠে- ইংল্যান্ড (৩), অস্ট্রেলিয়া (৪), পাকিস্তান (২)

শ্রীলঙ্কা- মোট ম্যাচ ১২
ঘরের মাঠে- বাংলাদেশ (২), ভারত (২), দক্ষিণ আফ্রিকা (২)
বাইরের মাঠে- ওয়েস্ট ইন্ডিজ (২), পাকিস্তান (২), নিউজিল্যান্ড (২)

ওয়েস্ট ইন্ডিজ- মোট ম্যাচ- ১৪
ঘরের মাঠে- অস্ট্রেলিয়া (৩), শ্রীলঙ্কা (২), পাকিস্তান (২)
বাইরের মাঠে- ভারত (২), নিউজিল্যান্ড (৩), বাংলাদেশ (২)

পাকিস্তান- মোট ম্যাচ- ১৩
ঘরের মাঠে- দক্ষিণ আফ্রিকা (২), শ্রীলঙ্কা (২), নিউজিল্যান্ড (২)
বাইরের মাঠে- বাংলাদেশ (২), ওয়েস্ট ইন্ডিজ (২), ইংল্যান্ড (৩)

বাংলাদেশ- মোট ম্যাচ- ১২
ঘরের মাঠে- পাকিস্তান (২), ওয়েস্ট ইন্ডিজ (২), ইংল্যান্ড (২)
বাইরের মাঠে- শ্রীলঙ্কা (২), দক্ষিণ আফ্রিকা (২), অস্ট্রেলিয়া (২)

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ