Advertisement
Advertisement

Breaking News

Glenn Maxwell on Yashasvi Jaiswal

‘যশস্বী চল্লিশটা টেস্ট সেঞ্চুরি করবে’, জয়সওয়ালের ব্যাটিংয়ে মুগ্ধ ‘ম্যাড ম্যাক্স’

পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলেছেন যশস্বী!

Glenn Maxwell praises Yashasvi Jaiswal ahead of Adelaide test

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:November 28, 2024 3:52 pm
  • Updated:November 28, 2024 4:06 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশটা নয়, কুড়িটা নয়। ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালকে চল্লিশটা টেস্ট সেঞ্চুরি করতে দেখছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। কারণ, তাঁর মতে যশস্বীর (Yashasvi Jaiswal) ব্যাটিংয়ে কোনও খুঁত নেই।

Advertisement

টেস্ট ক্রিকেটে দুর্ধর্ষ শুরু করেছেন যশস্বী। চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ খেলেছিলেন। আর পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের ইনিংস খেলে দেন তিনি! যা নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে ডনের দেশে। “আমার যা মনে হয়, তাতে চল্লিশটার বেশি টেস্ট সেঞ্চুরি করবে যশস্বী। নতুন নতুন রেকর্ড গড়বে। ওর একটা অদ্ভুত ক্ষমতা আছে। সেটা হল, বিভিন্ন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া,” বুধবার পডকাস্টে বলে দিয়েছেন ম্যাক্সওয়েল।

এখনও পর্যন্ত ১৫টা টেস্ট খেলেছেন যশস্বী। তার মধ্যে চারটে সেঞ্চুরি করেছেন। এবং প্রত্যেকটা ‘ড্যাডি হান্ড্রেড’। ১৫০ প্লাস স্কোর। “পারথ টেস্টে যশস্বী যে কটা ভালো শট খেলেছে, সেটা হাইলাইটসেই দেখতে পাওয়া যাবে। কিন্তু আমি বলব, যশস্বীর বল ছাড়ার ব্যাপারটা। বলব, বলের লাইনে যাওয়াটা। যশস্বীর ফুটওয়ার্ক যথেষ্ট ভালো। আমি খুব বেশি দুর্বলতা ওর ব্যাটিংয়ে দেখতে পাইনি। যশস্বী শর্ট বল ভালো খেলে। ড্রাইভ ভালো মারে। স্পিন তো অসম্ভব ভালো খেলে। আর চাপ সামলে নিতে জানে,” যোগ করেছেন অস্ট্রেলীয় ক্রিকেটের ‘ম্যাড ম্যাক্স’। “পরিষ্কার বলছি, যশস্বীকে থামানোর উপায় যদি না বার করা যায়, অস্ট্রেলিয়ার কপালে দুঃখ আছে পরের ম্যাচগুলোয়।”

একই সঙ্গে ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহকে নিয়েও মুক্তকচ্ছ ম্যাক্সওয়েল। তাঁর মনে হচ্ছে, যেভাবে বোলিং করছেন বুমরাহ, তাতে তাঁর সর্বকালের সেরা ফাস্ট বোলার হওয়া মোটেও অসম্ভব কিছু নয়। বরং সে দিকেই তিনি এগোচ্ছেন। পারথ টেস্টে দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নিয়েছেন ভারতীয় পেসার। স্বাভাবিক ভাবেই বুমরাহ ছাড়া আর কাউকে ম্যাচ সেরা নির্বাচন করা সম্ভব হয়নি। “আমি তো বলব, ভারতের দুজন অবিশ্বাস্য প্রতিভাধর ক্রিকেটার, নিজেদের সেরা ফর্মে রয়েছে। বুমরাহ আর জয়সওয়াল। বুমরাহ ধীরে ধীরে সর্বকালের সেরা ফাস্ট বোলার হওয়ার দিকে এগোচ্ছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ