Advertisement
Advertisement

Breaking News

ICC ODI rankings

শীর্ষে গিল, ৬ মাস না খেলেও আইসিসি ওয়ানডে ক্রমতালিকায় বাবরকে হারালেন রোহিত

প্রথম পাঁচেই এই মুহূর্তে ৩ ভারতীয় ব্যাটার।

ICC ODI rankings: Rohit Sharma jumps to 2nd spot

ফাইল চিত্র।

Published by: Subhajit Mandal
  • Posted:August 13, 2025 5:07 pm
  • Updated:August 13, 2025 5:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টিকে আগেই বিদায় জানিয়েছেন। সদ্য টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করে দিয়েছেন। শেষবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন মার্চ মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সব মিলিয়ে গত ৬ মাস মাঠের বাইরে রোহিত শর্মা। অথচ এখনও কীর্তি গড়ে চলেছেন তিনি। আইসিসির প্রকাশ করা সর্বশেষ ক্রমতালিকায় বাবর আজমকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতের ওয়ানডে অধিনায়ক।

Advertisement

৬ মাস মাঠের বাইরে থেকেও কীভাবে রোহিত শর্মা আইসিসি ক্রমতালিকায় উপরে উঠলেন? আসলে আইসিসি ক্রমতালিকায় বাবর আজম রোহিতের উপরে ছিলেন। রোহিত ছিলেন ৩ নম্বরে আর বাবর দু’নম্বরে। সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রী খেলেছেন বাবর। ৩ ম্যাচে মোটে ৫৬ রান করেছেন প্রাক্তন পাক অধিনায়ক। ফলে তাঁর রেটিং পয়েন্ট আগের থেকে কমে গিয়েছে। সেই সুযোগে রোহিত উঠে এসেছেন দু’নম্বরে। এই মুহূর্তে রোহিতের রেটিং পয়েন্ট ৭৬৫। বাবর আজম ৭৫১ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।

আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে এখনও রয়েছেন শুভমান গিল। তাঁর সংগ্রহ ৭৮৪ রেটিং পয়েন্ট। প্রথম ম্যাচে আরও এক ভারতীয় রয়েছেন। তিনি বিরাট কোহলি। মজার কথা হল কোহলিও ছমাস মাঠের বাইরে। তাও তিনি ধরে রেখেছেন চতুর্থ স্থান। এ ছাড়া ভারতীয়দের মধ্যে শ্রেয়স আইয়ার রয়েছেন অষ্টম স্থানে। কে এল রাহুল রয়েছেন ১৫তম স্থানে।

রোহিত-বিরাটরা এরপর কবে মাঠে নামবেন সেটা অবশ্য এখনও স্পষ্ট নয়। এই মুহূর্তে তাঁরা শুধু ওয়ানডে ফরম্যাটই খেলছেন। অক্টবরের আগে ভারতের আর কোনও ওয়ানডে সিরিজ নেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ