সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা নয় ম্যাচ জিতে বিশ্বকাপে (ICC World Cup 2023) ছুটছে জয়রথ। আর মাত্র দুটি ম্যাচ জিততে পারলেই চ্যাম্পিয়নের ট্রফি উঠবে রোহিত শর্মার হাতে। শুধু ট্রফি নয়, বিশাল আর্থিক পুরস্কারও পাবে বিশ্বকাপজয়ী দল। তবে ট্রফি হাতছাড়া হলেও আর্থিকভাবে লাভবান হবে টুর্নামেন্টে অংশ নেওয়া প্রত্যেকটি দলই। প্রসঙ্গত, পুরুষ ও মহিলাদের বিশ্বকাপের জন্য একই অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে আইসিসি (ICC)।
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল- প্রত্যেক ম্যাচের বিজয়ী দল পাবে ৩৩ লক্ষ টাকা। সেই হিসাব অনুযায়ী, ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ৩ কোটি ৮০ লক্ষ টাকা পেয়েছে ভারত (India Cricket Team)। গ্রুপ পর্যায়ে প্রতিটি দলই কমপক্ষে দুটি করে ম্যাচ জিতেছে। নিজেদের ম্যাচ জয়ের জন্য নির্ধারিত আর্থিক পুরস্কার পেয়েছেন। তাছাড়াও বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রতিটি দলকে দেওয়া হচ্ছে ৮৩ লক্ষ টাকা।
শেষ চারের লড়াইয়ে রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। প্রত্যেক দলের জন্যই আলাদা আর্থিক পুরস্কার রয়েছে। সেমিফাইনালে যে দুই দল হারবে, তাদের জন্য থাকবে ৬ কোটি টাকা। বিশ্বকাপের রানার্স দলের জন্য ১৬ কোটি টাকা পুরস্কারমূল্য ধার্য করা হয়েছে। আর বিশ্বচ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি পাবে ৩৩ কোটি টাকা। শুধু পুরস্কারমূল্য বাবদ ১ কোটি মার্কিন ডলার খরচ করছে আইসিসি। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮৩ কোটি টাকা।
ট্রফি জয়ের আশা জাগিয়েও সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। ৯টি ম্যাচ খেলে মাত্র চারটিতে জিতেছে বাবর আজমের দল। চারটি ম্যাচে জয়ের জন্য ১ কোটি ৩২ লক্ষ টাকা পুরস্কার জিতেছে পাক ব্রিগেড। এছাড়াও বিশ্বকাপে যোগ্যতা অর্জনের পুরস্কার ৮৩ লক্ষ টাকা। সবমিলিয়ে ২ কোটি ১৫ লক্ষ টাকা গিয়েছে পাক ক্রিকেটের কোষাগারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.