স্টাফ রিপোর্টার: জশপ্রীত বুমরাহর উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে ভারত। তাঁর উপর থেকে অতিরিক্ত বোঝা কমাতে হবে। এবং বোঝা কমানোর উপায় বাতলে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin)। তিনি জানিয়েছেন, বুমরাহর উপর থেকে বাড়তি বোঝা কমাতে দলে অভিজ্ঞ বোলার নিতে হবে। এবং এই ব্যাপারে তাঁর বাজি কুলদীপ যাদব। আজহারউদ্দিন বলেছেন, এজবাস্টন টেস্টে অবশ্যই কুলদীপকে প্রথম একাদশে রাখা উচিত। লিডস টেস্টে শুভমান গিলের ভারত লড়াই করলেও শেষ পর্যন্ত পাঁচ উইকেটে পরাস্ত হয়েছে ইংল্যান্ডের কাছে। প্রতিপক্ষের উইকেট তোলার জন্য ভারতীয় দল পুরোটাই নির্ভর করেছে বুমরাহর উপর। প্রাক্তন ভারত অধিনায়কের বক্তব্য, “ভারত বুমরাহর উপর বাড়তি নির্ভরশীল। কিন্তু বুমরাহর একার পক্ষে এই চাহিদা মেটানো সম্ভব নয়। দলে অভিজ্ঞ বোলার প্রয়োজন। এবং আমার মনে হয়, দ্বিতীয় টেস্টে কুলদীপকে খেলানো উচিত।”
২ জুলাই থেকে এজবাস্টনে ভারত-ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট (IND vs ENG 2nd Test) শুরু হতে চলেছে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন এখানকার পিচ স্পিনারদের সাহায্য করবে। ফলে কুলদীপের মতো বিশ্বের অন্যতম সেরা স্পিনারকে খেলালে ভারত সুবিধা পেতে পারে বলে তাঁদের অভিমত। প্রথম টেস্টে ভারতের টপ অর্ডার ব্যাটাররা ভালোই পারফর্ম করেছেন। কেএল রাহুল, ঋষভ পন্থ সেঞ্চুরি করেছেন। রান পেয়েছেন অধিনায়ক শুভমানও। কিন্তু মিডল অর্ডার এবং লোয়ার অর্ডারের ব্যাটাররা রান করতে না পারায় ভারতের রান খুব একটা বৃদ্ধি পায়নি। আজহারও মনে করেন, লোয়ার অর্ডার ব্যাটারদের ব্যর্থতার কারণেই ভারত প্রথম টেস্টে হেরেছে। তবে যাবতীয় ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে হলে দলে সংঘবদ্ধতা জরুরি। দলগত ঐক্যই ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। তাঁর বক্তব্য, “ব্যাটিং ব্যর্থতার কারণেই আমরা হেরেছি। তবে এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো জরুরি। যা হয়ে গিয়েছে, তা নিয়ে ভেবে লাভ নেই। এখন ঘুরে দাঁড়াতে হবে। তার জন্য দলে সঠিক ক্রিকেটার নির্বাচন করতে হবে। বোলিংয়ে আরও নিখুঁত হওয়া দরকার।”
প্রথম টেস্ট হারলেও অধিনায়ক শুভমানের পাশে দাঁড়াচ্ছেন প্রাক্তন অধিনায়ক। জানিয়েছেন, শুভমানকে আরও সময় দেওয়া প্রয়োজন। তিনি বলেছেন, “শুভমান সবে একটি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছে। ওর নেতৃত্ব নিয়ে এখনই কোনও কথা বলা উচিত হবে না। ওকে আরও সময় দিতে হবে। সবে দায়িত্ব নিয়েছে। আরও সুযোগ ওর প্রাপ্য। আমার মনে হয়, শুভমানকে সকলের সমর্থন করা উচিত। সবসময় ক্রিকেটারদের সমালোচনা করাটা ঠিক নয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.