Advertisement
Advertisement
Rishabh Pant

লর্ডস টেস্টে পন্থের নামা নিয়ে ধোঁয়াশা অব্যাহত, দরকারে ব্যাট করতে পারবেন জুরেল? কী বলছে নিয়ম?

দ্বিতীয় দিনে মাঠে নামতে পারলেন না ঋষভ পন্থ।

IND vs ENG: Can Replacement Dhruv Jurel Bat At Lord's In Rishabh Pant's Absence?
Published by: Arpan Das
  • Posted:July 11, 2025 4:48 pm
  • Updated:July 11, 2025 4:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় দিনে মাঠে নামতে পারলেন না ঋষভ পন্থ। লর্ডসে দিনের খেলা শুরুর আগেই বিসিসিআইয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে, ধ্রুব জুরেলই দ্বিতীয় দিনে উইকেটকিপিং করবেন। প্রশ্ন হল, পন্থ যদি শেষ পর্যন্ত ব্যাট করতে না পারেন, তাহলে জুরেল কি ব্যাট করতে পারবেন? কী বলছে নিয়ম?

Advertisement

প্রথম দিনে মধ্যাহ্নভোজের বিরতির পর সাত ওভার খেলার পরেই আচমকা চোট পান পন্থ। ৩৪ তম ওভারের প্রথম বলটি লেগ সাইড ঘেঁষে বেরিয়ে যাচ্ছিল, সেটা থামাতে গিয়েই বাঁহাতে চোট লাগে ভারতীয় সহ-অধিনায়কের। সঙ্গে সঙ্গে ব্যথা কমানোর ওষুধ স্প্রে করা হয়। পাঁচবল পরেই তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। সেখানে নামেন ‘বদলি’ উইকেটকিপার ধ্রুব জুরেল। অলি পোপের অসাধারণ ক্যাচও ধরেন।

কিন্তু উইকেটকিপিং করলেও ব্যাট করতে পারবেন না জুরেল। মেরিলবোর্ন ক্রিকেট ক্লাব বা এমসিসি’র নিয়মের ২৪.১.২ ধারায় বলা হয়েছে, ‘কোনও বদলি ক্রিকেটার কখনও বল বা ব্যাট করতে পারবেন না, অধিনায়কের মতো আচরণ করতে পারবেন না। তবে আম্পায়ারের অনুমতি নিয়ে উইকেটকিপিং করতে পারবেন।’ যেহেতু জুরেল উইকেটকিপার, ফলে তাঁর সমস্যা হওয়ার কথা নয়। তবে কনকাশন হলে জুরেল ব্যাট করতে পারতেন। কিন্তু পন্থের যেহেতু কনকাশন হয়নি, ফলে ব্যাটিংয়ের সময় একজন কম নিয়েই খেলতে হবে ভারতকে।

জানা যাচ্ছে, দ্বিতীয় দিনে কিছুক্ষণ ব্যাটিং করার চেষ্টা করেন পন্থ। ব্যাটিং কোচ সীতাংশু কোটাক পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু কখনও মনে হয়নি, স্বস্তিতে আছেন। ফলে লর্ডসে ব্যাটিং করার সময় সমস্যায় পড়তে পারে টিম ইন্ডিয়া।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement