সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় দিনে মাঠে নামতে পারলেন না ঋষভ পন্থ। লর্ডসে দিনের খেলা শুরুর আগেই বিসিসিআইয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে, ধ্রুব জুরেলই দ্বিতীয় দিনে উইকেটকিপিং করবেন। প্রশ্ন হল, পন্থ যদি শেষ পর্যন্ত ব্যাট করতে না পারেন, তাহলে জুরেল কি ব্যাট করতে পারবেন? কী বলছে নিয়ম?
প্রথম দিনে মধ্যাহ্নভোজের বিরতির পর সাত ওভার খেলার পরেই আচমকা চোট পান পন্থ। ৩৪ তম ওভারের প্রথম বলটি লেগ সাইড ঘেঁষে বেরিয়ে যাচ্ছিল, সেটা থামাতে গিয়েই বাঁহাতে চোট লাগে ভারতীয় সহ-অধিনায়কের। সঙ্গে সঙ্গে ব্যথা কমানোর ওষুধ স্প্রে করা হয়। পাঁচবল পরেই তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। সেখানে নামেন ‘বদলি’ উইকেটকিপার ধ্রুব জুরেল। অলি পোপের অসাধারণ ক্যাচও ধরেন।
কিন্তু উইকেটকিপিং করলেও ব্যাট করতে পারবেন না জুরেল। মেরিলবোর্ন ক্রিকেট ক্লাব বা এমসিসি’র নিয়মের ২৪.১.২ ধারায় বলা হয়েছে, ‘কোনও বদলি ক্রিকেটার কখনও বল বা ব্যাট করতে পারবেন না, অধিনায়কের মতো আচরণ করতে পারবেন না। তবে আম্পায়ারের অনুমতি নিয়ে উইকেটকিপিং করতে পারবেন।’ যেহেতু জুরেল উইকেটকিপার, ফলে তাঁর সমস্যা হওয়ার কথা নয়। তবে কনকাশন হলে জুরেল ব্যাট করতে পারতেন। কিন্তু পন্থের যেহেতু কনকাশন হয়নি, ফলে ব্যাটিংয়ের সময় একজন কম নিয়েই খেলতে হবে ভারতকে।
জানা যাচ্ছে, দ্বিতীয় দিনে কিছুক্ষণ ব্যাটিং করার চেষ্টা করেন পন্থ। ব্যাটিং কোচ সীতাংশু কোটাক পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু কখনও মনে হয়নি, স্বস্তিতে আছেন। ফলে লর্ডসে ব্যাটিং করার সময় সমস্যায় পড়তে পারে টিম ইন্ডিয়া।
UPDATE:
Rishabh Pant is still recovering from the hit on his left index finger. The BCCI medical team continues to monitor his progress. Dhruv Jurel will continue to keep wickets on Day 2. |
— BCCI (@BCCI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.