Advertisement
Advertisement

Breaking News

IND VS ENG

রানের পাহাড়ে ইংল্যান্ড, ম্যাঞ্চেস্টারে শুভমানদের সামনে ইনিংসে হার বাঁচানোর লড়াই

১৬৪ বলে দুর্দান্ত শতরান হাঁকান বেন স্টোকস।

IND vs ENG: England pile up runs, India battling to avoid an innings defeat in Manchester

ছবি দেবাশিস সেন

Published by: Prasenjit Dutta
  • Posted:July 26, 2025 5:12 pm
  • Updated:July 26, 2025 7:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রানের পাহাড় গড়ল ইংল্যান্ড। ভারতীয় বোলিংকে একপ্রকার নির্বিষ করে ৬৬৯ রান করলেন বেন স্টোকসরা। রানের পাহাড়ে চড়ে তাঁরা ভারতের সামনে লিড রাখলেন ৩১১ রানের। ম্যাঞ্চেস্টারে শুভমানদের সামনে এখন ইনিংসে হার বাঁচানোর লড়াই। আর সেই লক্ষ্যে নেমে পরপর উইকেট খুইয়ে কার্যত ব্যাকফুটে ভারত। 

Advertisement

তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৭ উইকেটে ৫৪৪। চতুর্থ দিনের শুরুতে বুমরাহর বলে লিয়াম ডসন (২৬) আউট হলেও ইংল্যান্ড অধিনায়ক ছিলেন অপ্রতিরোধ্য। দুর্দান্ত শতরান হাঁকান স্টোকস। ব্রাইডন কার্সকে সঙ্গে নিয়ে ৯৫ রানের পার্টনারশিপ গড়েন তিনি। সেঞ্চুরির পর নিজের ব্যাটিং গিয়ার কার্যত পরিবর্তন করেন স্টোকস। বুমরাহ, জাদেজারা তাঁর সামনে বিশেষ কিছু করতে পারছিলেন না। ১৬৪ বলে তিনি সেঞ্চুরি করেছিলেন। বাকি ৪১ রান করলেন ৩৪ বলে। শেষমেশ জাদেজার বলে বাউন্ডারি লাইনের সামনে তাঁর ক্যাচ ধরলেন সাই সুদর্শন। ১৪১ রানে ফিরলেন স্টোকস।

এরপর ব্যক্তিগত ৪৭ রানের মাথায় আউট হন কার্স। তাঁকে ফেরান জাদেজাই। ততক্ষণে ৬৬৯ রানের পাহাড়ে চেপে বসেছে ইংল্যান্ড। টিম ইন্ডিয়ার হয়ে রবীন্দ্র জাদেজা নেন ৪ উইকেট। বুমরাহ এবং ওয়াশিংটন সুন্দর নেন ২টি করে উইকেট। সিরাজ এবং অংশুল কম্বোজ নেন ১টি করে উইকেট। এত রানের বোঝা মাথায় নিয়ে গিলরা দ্বিতীয় ইনিংসে কতটা লড়াই চালান, তার উপর নির্ভর করছে সিরিজে ভারতের ভাগ্য। কারণ, এই টেস্টে ড্র বা হার হলে কিন্তু সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হয়ে যাবে।

হয়তো ভিতরে ভিতরে চাপ করছিলেন যশস্বীরা। শুরুর ওভারে যেভাবে ভারত পরপর দুই উইকেট খোয়াল, তাতে চাপে থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ক্রিস ওকসের চতুর্থ এবং পঞ্চম বলে একে একে সাজঘরে ফিরে গেলেন যশস্বী এবং সুদর্শন। লাঞ্চে যাওয়ার আগে ভারতের রান ২ উইকেটে ১। ক্রিজে রয়েছেন কেএল রাহুল এবং শুভমান গিল। ম্যাচ বাঁচাতে গেলে তাঁদের লৌহ কঠিন মানসিকতা নিয়ে ব্যাট করতে হবে। নাহলে সমূহ বিপদ।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement