সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরলেন, দেখলেন, জয় করলেন। ফের বুঝিয়ে দিলেন, টেস্টে কতটা অপরিহার্য জশপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ‘ওয়ার্কলোডে’র জন্য দলে ছিলেন না। তৃতীয় টেস্টে ফিরেই পাঁচ উইকেট নিয়ে লর্ডসের অনার্স বোর্ডে নাম তুললেন। সেই সঙ্গে ভেঙে দিলেন কপিল দেবের রেকর্ডও।
প্রথম দিনে বুমরাহ দখলে ছিল শুধু হ্যারি ব্রুকের উইকেট। দ্বিতীয় দিনে নতুন বলে বোঝালেন ‘জসসি য্যায়সা কই নেহি’। ইংরেজ অধিনায়ক বেন স্টোকসের উইকেট ছিটকে দিলেন। সেঞ্চুরি করা জো রুটকে আরও বিপজ্জনক হয়ে ওঠার পথ থেকে আটকালেন। তাঁকেও বোল্ড করলেন। ঠিক পরের বলেই ক্রিস ওকস ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ চলে এসেছিল। সব শেষে জোফ্রা আর্চারের স্টাম্পও উড়িয়ে দেন।
এই নিয়ে ১৫ বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর মধ্যে ১৩টিই দেশের বাইরে। যার ফলে তিনি টপকে গেলেন পূর্বজ কপিল দেবকে। টেস্টে বিদেশের মাটিতে ১২ বার এক ইনিংসে পাঁচ উইকেট বা তার বেশি পেয়েছেন কপিলও। তাছাড়াও তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে SENA দেশগুলিতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া) এশিয়ান বোলার হিসেবে সর্বাধিক উইকেট শিকারি হিসেবে শীর্ষে উঠে এসেছেন বুমরাহ। SENA দেশগুলিতে আক্রমের উইকেট সংখ্যা ১৫১টি।
এখানেই শেষ নয়। জো রুটকে টেস্টে সবথেকে বেশিবার আউট করার কৃতিত্বেও বুমরাহর নাম বসল। সেটা অবশ্য যৌথভাবে, ১১বার আউট করা প্যাট কামিন্সের সঙ্গে। দ্বিতীয় ইনিংসে আরও একটি রেকর্ড করতে পারেন বুমরাহ। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ডে সবচেয়ে বেশি উইকেট রয়েছে ইশান্ত শর্মা। তাঁর উইকেট সংখ্যা ৪৮। বুমরাহও সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন। দ্বিতীয় ইনিংসে আর একটি উইকেট নিলেই ইশান্তকে ছাড়িয়ে যাবেন ‘বুম বুম’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.