সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এত কাছে এসেও এত দূরে! মাত্র ২২ রানের জন্য লর্ডস টেস্ট (Lords Test) হারল টিম ইন্ডিয়া। শেষের দিকে জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজকে সঙ্গে নিয়ে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) লড়াইয়েও শেষরক্ষা হল না। তা সত্ত্বেও দলের লড়াইয়ের জন্য ‘গর্বিত’ অধিনায়ক শুভমান গিল। সেই সঙ্গে জানিয়ে দিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে (IND vs ENG) কোথায় ভুলত্রুটি হল।
পঞ্চম দিনে লাঞ্চের ঠিক আগে আউট হয়েছিলেন নীতীশ কুমার রেড্ডি। ভারতের রান তখন ছিল ৮ উইকেট হারিয়ে ১১২। সেখান থেকে যে ১৭০ রানে এসে থামল, তার সম্পূর্ণ কৃতিত্ব দুই টেলএন্ডার ও রবীন্দ্র জাদেজার। বুমরাহ ৫৪ বলে করেন ৫ রান, অন্যদিকে ৩০ বলে ৪ রান করে দুর্ভাগ্যজনকভাবে আউট হন মহম্মদ সিরাজ। জাদেজা ৬১ রান করে অপরাজিত থাকেন। তবে চূড়ান্ত ব্যর্থ করুণ নায়ার, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দররা। তাঁদের ব্যাট চললেও লর্ডসে জিতে সিরিজে এগিয়ে যেতে পারত টিম ইন্ডিয়া।
ম্যাচের পর শুভমান জানান, “পাঁচদিনের লড়াকু ক্রিকেটের সমাপ্তি ঘটেছে শেষ সেশনে এসে। শেষ উইকেটে ওরা যেভাবে লড়াই করেছে, তাতে আমি প্রচণ্ড গর্বিত।” কিন্তু কোথায় গণ্ডগোল হল? ভারত অধিনায়কের বক্তব্য, “লক্ষ্যটা বড় ছিল না। একটা ৫০-৬০ রানের পার্টনারশিপ হলেই আমরা ম্যাচে ফিরতে পারতাম। আমাদের আরেকটু ভালো খেলা উচিত ছিল। যদি আমাদের প্রথম সারির ব্যাটাররা ৫০ রানের পার্টনারশিপ গড়তে পারত, তাহলে কাজটা সহজ হত। তাছাড়া ভেবেছিলাম, আমরা অন্তত ৮০-১০০ রানের লিড নিতে পারতাম। সেটা না হওয়ায় সমস্যা হয়েছে। আমরা জানতাম, পঞ্চম দিনে এই উইকেটে ১৫০-২০০ রান তাড়া করা সহজ হবে না।”
পরের টেস্ট ওল্ড ট্র্যাফোর্ডে। সেই টেস্টের আগে দুটো প্রশ্ন। ‘ওয়ার্কলোড’ সামলে জশপ্রীত বুমরাহ খেলবেন কি না? দ্বিতীয়ত, আহত ঋষভ পন্থ খেলবেন কি না? প্রথমটির উত্তরে গিল জানালেন, “সেটা সময়মতো জানতে পারবেন।” তবে পন্থের খেলা নিয়ে কোনও সমস্যা নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.