Advertisement
Advertisement
Jasprit Bumrah

গম্ভীরের ‘প্রিয়পাত্র’ প্রসিদ্ধকে ছেঁটে লর্ডসে ফিরছেন বুমরাহ? এক শব্দে উত্তর গিলের

আকাশ দীপের বীরত্বের পর তৃতীয় টেস্টে কী হবে বোলিং কম্বিনেশন?

IND vs ENG: Shubman Gill opens up on Jasprit Bumrah's availability against England at Lord’s
Published by: Arpan Das
  • Posted:July 7, 2025 3:14 pm
  • Updated:July 8, 2025 5:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এজবাস্টন টেস্টে খেলেননি বুমরাহ। ‘ওয়ার্কলোডের’ জন্য তাঁকে বিশ্রাম দেওয়া হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে দলে ঢুকে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেন বাংলার পেসার আকাশ দীপ। এর পরের টেস্ট ১০ জুলাই থেকে লর্ডসে। সেখানে কি বুমরাহ খেলবেন? এক শব্দে উত্তর দিলেন অধিনায়ক শুভমান গিল।

Advertisement

লিডসে প্রথম টেস্টে বুমরাহ আগুন ঝরিয়েছিলেন। সেই তুলনায় মহম্মদ সিরাজ বা প্রসিদ্ধ কৃষ্ণরা সঙ্গ দিতে পারেননি। ভারতও টেস্ট হারে। দ্বিতীয় টেস্টে সিরাজ ও আকাশ দীপ দুজনে দুরন্ত বোলিং করেছেন। সেই তুলনায় ফের ব্যর্থ প্রসিদ্ধ কৃষ্ণ। এমনিতেই তাঁকে বাদ দেওয়ার দাবি উঠছে। কিন্তু বুমরাহকে কি লর্ডসে দেখা যাবে? গিল এক শব্দে উত্তর দিলেন, “অবশ্যই।”

অর্থাৎ বুমরাহ ফিরছেন। তাহলে বাদ পড়বেন কে? সিরাজ দুই ইনিংস মিলিয়ে তুলেছেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসের নায়ক আকাশ দীপ। দুই ইনিংস মিলিয়ে তাঁর শিকার ১০ উইকেট। ফলে কাউকেই বাদ দেওয়ার আর প্রশ্ন ওঠে না। রইলেন বাকি প্রসিদ্ধ। প্রথম ইনিংসে সাড়ে ৫ ইকোনমি রেটে বল করেছেন, কোনও উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে ক্রিস ওকসের উইকেট পেয়েছেন। তবে সেটা একেবারেই যথেষ্ট নয়। সেক্ষেত্রে গম্ভীরের ‘প্রিয়পাত্র’ হলেও, দলের স্বার্থে তাঁর বাদ পড়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ লর্ডসে তিন পেসার হবেন, বুমরাহ, সিরাজ, আকাশ দীপ। অলরাউন্ডার হিসেবে নীতীশ রেড্ডি ফের সুযোগ পেতে পারেন।

ম্যাচের পর অধিনায়ক গিল বোলারদের উচ্ছ্বসিত প্রশংসা করে গেলেন। তিনি বলেন, “প্রথম ম্যাচে যে ভুলগুলো হয়েছিল, সবগুলো শুধরে নিয়েছি। বোলিং-ফিল্ডিং দুটোই দুর্দান্ত হয়েছে। আকাশ দীপ হৃদয় নিংড়ে বল করেছে। এই পিচে দুদিকে বল সুইং করানোর কাজ করেছে। আর সব ম্যাচে তো ক্যাচ মিস হবে না।” ক্যাচ থেকে মনে পড়তে পারে, রবীন্দ্র জাদেজার বলে ঝাঁপিয়ে পড়ে জস টংয়ের যে ক্যাচটা মহম্মদ সিরাজ ধরেছেন, তা অনেকে জন্টি রোডসের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ