Advertisement
Advertisement
KL Rahul

‘নিজেও জানে না কত ভালো প্লেয়ার’, আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন রাহুল? দাওয়াই গাভাসকরের

রাহুলের 'ভুল' ধরিয়ে দিলেন পূজারা।

IND vs ENG: Sunil Gavaskar and Cheteshwar Pujara praises KL Rahul
Published by: Arpan Das
  • Posted:June 23, 2025 2:01 pm
  • Updated:June 23, 2025 2:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলা হচ্ছে, ইংল্যান্ডের মাটিতে নেমেছে ‘নতুন’ ভারত। রোহিত-কোহলি উত্তর জমানায় নেতৃত্বের দায়িত্ব শুভমান গিলের কাঁধে। সহ-অধিনায়ক ঋষভ পন্থ। যশস্বী থেকে সাই সুদর্শন, সর্বত্রই ‘তরুণ’ মুখ। এর মধ্যে তুলনায় যে ক’জন সিনিয়র আছেন, তাঁদের মধ্যে অন্যতম কেএল রাহুল। লিডস টেস্টে ওপেন করে ভারতকে শক্ত মাটিতে দাঁড় করিয়েছেন। দ্বিতীয় টেস্টেও রান পেয়েছেন। তারপরই রাহুলের প্রশংসায় পঞ্চমুখ সুনীল গাভাসকর থেকে চেতেশ্বর পূজারা। সেই সঙ্গে ‘ভুলও’ ধরিয়ে দিলেন দু’জনে। 

রাহুল প্রথম ইনিংসে করেছিলেন ৪২ রান। দ্বিতীয় ইনিংসে অপরাজিত আছেন ৪৭ রানে। ভারত এগিয়ে আছে ৯৬ রানে। গাভাসকর বলছেন, “রাহুল টিম ম্যান। ওকে বলা হয়েছে উইকেট না হারাতে, ও সেটাই করছে। দলে এরকম একজনকেই দরকার। ওর মধ্যে একটা সংযম আছে। যেটা আজকের দিনে বিরল। এখনকার দিনে তো সবাই নিজেদের অর্জন দেখাতে ব্যস্ত। সেখানে রাহুল সেলিব্রেশনের ক্ষেত্রেও নীরব। ও নিজেও জানে না ও কত ভালো প্লেয়ার।”

অন্যদিকে চেতেশ্বর পূজারা বলছেন, “এই মুহূর্তে ভারতের টেস্ট দলে টেকনিক্যালি সবচেয়ে ভালো ব্যাটার রাহুল। যেভাবে ওর ফুটওয়ার্ক কাজ করে, যেভাবে বলের লেংথ বোঝে, তাতে ওকে আদর্শ টেস্ট প্লেয়ার বলে মনে হয়।” তারপরও রাহুল প্রথম ইনিংসে বড় রান পাননি। ৫৮টি টেস্টে সেঞ্চুরির সংখ্যা ৮। সেটা কেন হল? পূজারা বলছেন, “একই সঙ্গে ওকে বড় রান করতে হবে। ওর মধ্যে সেই প্রতিভা আছে। কিন্তু বহু সময় এসেছে যখন ভালো শুরু করেও বড় রান করতে পারেনি।” গাভাসকরও কি প্রশংসার পর “নিজেও জানে না ও কত ভালো প্লেয়ার” বলে রাহুলের আত্মবিশ্বাসের সমস্যার দিকেই ইঙ্গিত করছেন?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement