Advertisement
Advertisement

Breaking News

Washington Sundar

‘ড্রেসিংরুমে তাবড় ব্যাটাররা রয়েছেন…’, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় অলরাউন্ডার

পঞ্চম দিনে রাহুল-পন্থদের কাঁধেই টেস্ট জেতানোর বড় দায়িত্ব।

Ind vs Eng: Washington Sundar confident of India's victory

ছবি এক্স

Published by: Prasenjit Dutta
  • Posted:July 14, 2025 10:49 am
  • Updated:July 14, 2025 12:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানটান জায়গায় তৃতীয় টেস্ট। লর্ডস টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাওয়ার জন্য ভারতের দরকার আরও ১৩৫ রান। অন্যদিকে, ইংল্যান্ডের চাই ৬ উইকেট। পঞ্চম দিনেই জানা যাবে ভাগ্যলক্ষ্মী কাকে সঙ্গ দেবেন। যদিও টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর মনে করছেন, সোমবার নিশ্চিতভাবে শেষ হাসি হাসবে ভারত। 

Advertisement

চতুর্থ দিনের খেলা শেষে চার উইকেট নেওয়া ওয়াশিংটন (Washington Sundar) বলেন, “সোমবার অবশ্যই ভারত ম্যাচ জিতবে। আমার তো মনে হয় প্রথম সেশনেই হয়তো খেলা শেষ হয়ে যাবে। আমাদের ব্যাটিং যথেষ্ট শক্তিশালী। ড্রেসিংরুমে তাবড় ব্যাটাররা রয়েছেন। লর্ডস টেস্ট কিন্তু জমে উঠেছে। বেশ রোমাঞ্চকর জায়গায় রয়েছে ম্যাচ।”

লর্ডস টেস্টের চতুর্থ দিনের অন্যতম অর্জন ১৯২ রানে ইংল্যান্ডকে বেঁধে ফেলা। কাজটা সম্ভব হয়েছে বুমরাহের নেতৃত্বে সিরাজ, আকাশ, নীতীশ, ওয়াশিংটনদের সৌজন্য। সুন্দরের কথায়, “খেলা শেষ হওয়া পর্যন্ত ১ উইকেট থাকলে কিছুটা সুবিধাজনক জায়গায় থাকতাম। তবে, আমাদের পেসাররা যেভাবে বিপক্ষের উপর চাপ ধরে রেখে বল করেছে, তা এককথায় অনবদ্য। সেশন ধরে ধরে একটা নির্দিষ্ট পরিকল্পনা মেনেই আমরা এগিয়েছি। তাতে সফলও হয়েছি।”

টিম ইন্ডিয়ার হয়ে বোলিংয়ে ব্যতিক্রমী পারফরম্যান্স করেন ওয়াশিংটন সুন্দর। তিনি নেন ২২ রানে ৪ উইকেট। বুমরাহ, সিরাজ ২টি করে উইকেট নেন। আকাশ দীপ ও নীতীশ রেড্ডি পান ১ উইকেট। এমন দলগত বোলিং পারফরম্যান্সও দেখা গেল বহুদিন পর। এই লিডস টেস্টে দেখা গিয়েছিল বুমরাহর দাপট। এজবাস্টনে কামাল করেছিলেন আকাশ দীপ এবং মহম্মদ সিরাজ। লর্ডসের প্রথম ইনিংসে ফের দেখা গিয়েছিল বুমরাহর আগুনে ফর্ম। আর এবার পাঁচ বোলারের মিলিজুলি পারফরম্যান্সে গুটিয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। জিততে হলে ভারতের চাই আরও ১৩৫ রান। হাতে ৬টি উইকেট। রাহুল ব্যাট করছেন ৩৩ রানে। এরপর নামতে চলেছেন ঋষভ পন্থ। পঞ্চম দিনে তাঁদের কাঁধেই টেস্ট জেতানোর বড় দায়িত্ব।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ