স্টাফ রিপোর্টার: পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠেছে ভারতীয় দলের কাছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত জয়ের পর অনেকেই ভেবেছিলেন, ভারত দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে। বাস্তবে বিষয়টি উল্টে গিয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কবলে পড়ে ভারত। এবং পরাস্ত হয়। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (IND vs SA) এই মুহূর্তে ১-১।
বুধবার সেঞ্চুরিয়নে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। যে দল জিতবে, তারাই সিরিজে এগিয়ে যাবে। আর ভারতকে জিততে হলে ব্যাটারদের ঘুরে দাঁড়ানোটা জরুরি। কারণ, গত ম্যাচে ভারতের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছে। একমাত্র হার্দিক পাণ্ডিয়া ব্যাট হাতে লড়াই করেছিলেন। ১২৪ রানের সামান্য পুঁজি নিয়েও ভারত অবশ্য বরুণ চক্রবর্তীর অনবদ্য বোলিংয়ের সৌজন্যে শেষপর্যন্ত লড়াই করেছিল। কিন্তু ট্রিস্টান স্টাবস দক্ষিণ আফ্রিকাকে এক ওভার বাকি থাকতেই জয় এনে দেন।
সেঞ্চুরিয়নের অতীত ইতিহাস বলছে, এখানে ভারত একবারই টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল। এবং দক্ষিণ আফ্রিকার কাছে হারে। ২০১৮ সালের সেই ম্যাচে ভারতের হয়ে যাঁরা খেলেছিলেন, তাঁদের মধ্যে হার্দিক পাণ্ডিয়া বাদে আর কেউ বর্তমান ভারতীয় দলে নেই। এই ম্যাচে ভারতীয় ব্যাটারদের ঘুরে দাঁড়ানোর কাজটা খুব একটা সহজ হবে না। কারণ, সেঞ্চুরিয়নের উইকেট যথেষ্ট দ্রুতগতির এবং বাউন্সযুক্ত। যা সঞ্জুদের সমস্যায় ফেলতে পারে। ওপেনার অভিষেক শর্মা রান পাচ্ছেন না। বিষয়টি টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.